🔯 ব্যাটে রান নেই। তবু রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের কতটা দরকার, সেটা বোঝা গেল দিল্ল ক্যাপিটালসের বিরুদ্ধে কোটলার ম্যাচেই। রোহিত শর্মাকে চলতি আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করছে মুম্বই। তাই কোটলার দিল্লির বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করার পরে রোহিতের আর ফিল্ডিং করতে নামার প্রয়োজন পড়েনি। দ্বিতীয় ইনিংসে মুম্বই ফিল্ডিং করার সময় রোহিতের বদলে মাঠে নামেন স্পিনার করণ শর্মা।
ജডাগ-আউট বসে থাকলেও বিশ্রামের মুডে ছিলেন না রোহিত। বরং নিজের মগজাস্ত্র কাজে লাগান তিনি। ম্যাচের মাঝে ক্যাপ্টেন রোহিতকে ইশারায় গুরুত্বপূর্ণ নির্দেশ দেন হিটম্যান। জাতীয় দলের ক্যাপ্টেনের নির্দেশ এক্ষেত্রে উড়িয়ে দেননি পান্ডিয়া।
▨রোহিতের নির্দেশ মতো কাজ করতেই মেলে সাফল্য। কোণঠাসা হয়ে পড়া মুম্বই শিবির ম্যাচে ফেরায় উচ্ছ্বসিত দেখায় হার্দিককে। মুম্বই দলনায়র রোহিতের পরিকল্পনা সফল হওয়ায় এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে, ডাগ-আউটে বসে রোহিতের দিকে চুমুও ছুঁড়ে দেন।
🦩আইপিএলের পরিবর্তিত নিয়ম অনুযায়ী শিশিরের জন্য রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দল ১০ ওভারের পরে একবার বল বদলের আবেদন জানাতে পারে আম্পায়ারদের কাছে। আম্পায়াররা এক্ষেত্রে একেবারে নতুন বল নয়, বরং পরিস্থিতি অনুযায়ী পুরনো একটি বল দেবেন ফিল্ডিং দলকে। রবিবার রোহিত ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগাতে বলেন।
🎃করুণ নায়ার ঝড়ের গতিতে রান তুলে একসময় দিল্লির জয়ের সম্ভাবনা প্রবল করে তোলেন। পরপর গোটা দু'য়েক উইকেট নিয়েও যথাযথভাবে ম্যাচে ফিরতে পারেনি মুম্বই। হার্দিক পান্ডিয়া ইনিংসের নবম ওভার থেকেই স্পিনার করণ শর্মাকে একপ্রান্ত দিয়ে ব্যবহার করছিলেন। করুণ নিজের প্রথম ওভারে ৯ রান খরচ করেন। নিজের দ্বিতীয় ওভারে ১টি উইকেট তুললেও ১৫ রান খরচ করেন তিনি।
ཧ১১তম ওভারের পরে করণকে আক্রমণ থেকে সরিয়ে নেন হার্দিক। বদলবে বুমরাহর সঙ্গে ক্রিজের অপর প্রান্ত দিয়ে ব্যবহার করেন মিচেল স্যান্টনারকে। তবে ১৩ ওভারের শেষে রোহিত ডাগ-আউট থেকে হার্দিকের দিতে বল বদলের ইশারা করেন। হার্দিক রোহিতের পরামর্শ মতো আম্পায়ারদের কাছ থেকে বল বদলে নেন। রোহিতের পরামর্শ মতোই করণকে ফের আক্রমণে ফেরান পান্ডিয়া। তাতেই আসে সাফল্য।
💯বল বদলের পরে তৃতীয় ডেলিভারিতেই করণ শর্মা সাজঘরে ফেরান ক্রিস্তান স্টাবসকে। রোহিতের কৌশল কাজে লাগতেই হার্দিক ফ্লাইং কিস ছোঁড়েন হিটম্যানের দিকে। করণ সেই ওভারে মাত্র ৬ রান খরচ করেন। ১৫তম ওভারে মিচেল স্যান্টনার ৭ রান খরচ করেন। ১৬তম ওভারে করণ ফের মাত্র ৬ রান খরচ করে তুলে নন লোকেশ রাহুলের উইকেট। ১৭তম ওভারে বোল্ট মাত্র ৩ রান খরচ করেন।
ꦉঅর্থাৎ রোহিতের বদ বদলের পরিকল্পনাই এক্ষেত্রে মাস্টারস্ট্রোক হয়ে দাঁড়ায়। দিল্লির রান তোলার গতি কমে এবং সেই সঙ্গে পরপর উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যাপিটালস। মুম্বই শেষমেশ ১২ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে।