💜 ‘আমি বারবার বলব, তুমিই সেরা। আমি সারা দুনিয়ায় চিৎকার করে বলব, তোমার মতো কেউ নেই!’ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ের পরে হার্দিক পান্ডিয়ার হাত ধরে এমনই মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকটার নবজ্যোত সিং সিধু। এই ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরা হয়ে যায়। তবে এখানেই থেমে থাকেননি নবজ্যোত সিং সিধু, এরপরে হার্দিক পান্ডিয়ার সঙ্গে নাচতে থাকেন তিনি।
𒐪চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে হার্দিক পান্ডিয়ার দারুণ পারফরম্যান্স করেছিলেন। হার্দিকের ভরসাতেই গম্ভীর ও রোহিত ভারতীয় দলে চার স্পিনার খেলানোর সাহস দেখিয়েছিলেন। হার্দিক পান্ডিয়াও এই পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি ৯৯ রান করেন এবং ৪টি উইকেট নেন। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ ছিলেন হার্দিক, তাই এই জয়ের অনুভূতি তাঁর কাছে ছিল বিশেষ।
꧂নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত যখন চ্যাম্পিয়ন হয় তখন ভারতের প্রাক্তন ক্রিকেটার নবজ্যোত সিং সিধুকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা যায়। যেখানে তিনি পান্ডিয়াকে কিছু ভাংরা নাচের স্টেপ দেখানোর অনুরোধ করেন। এই মুহূর্তের ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আরও পড়ুন …. 𝓀ভিডিয়ো: সে ঘণ্টায় ৩-৪টে ম্যাসেজ করছিল… কোন ক্রিকেটারকে নিয়ে এমন দাবি করলেন মহিলা?
﷽আসলে ম্যাচের শেষে হার্দিক যখন সাক্ষাৎকার দিতে আসেন তখন নবজ্যোত সিং সিধুও সেখানে ছিলেন। হার্দিক দেখে তিনি আবেগে ভেসে যান। এই সময়ে নিজের স্টাইলেই হার্দিকের হাত ধরে প্রশংসা করতে থাকেন সিধু। তিনি বলেন, ‘আমি বারবার বলব, তুমিই সেরা। আমি সারা দুনিয়ায় চিৎকার করে বলব, তোমার মতো কেউ নেই!’ যা শুনে মাথা নীচু করে সিধুর হাত ধরে ফেলেন হার্দিক। এরপরে নিজের স্পেশাল পোস দেন হার্দিক। যেটি কপি করেন সিধু। এরপরে হার্দিক যখন সাজঘরের দিকে যাচ্ছিলেন তখন সিধু বলেন, ‘আমায় একটু ভাংড়ার স্টেপ দেখিয়ে যা।’ যা শুনে হার্দিক বলেন, ‘আমি তো ভাংড়া জানি না।’
⭕এরপরে সিধু বলেন, ‘আমায় তুমি দান্ডিয়া ভাংড়াটাই দেখাও।’ এরপরেই দুজনে নাচতে থাকেন। এই সময়ে তাদের সঙ্গে ছিলেন আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন …. 🧸IPL 2025-এ তামাক ও মদ্যপানের বিজ্ঞাপন নিষিদ্ধ! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ্বান
হার্দিক পান্ডিয়ার পোস্ট-ম্যাচে কী প্রতিক্রিয়া দিলেন-
🦹হার্দিক পান্ডিয়া বলেন, ‘আইসিসি ইভেন্ট জয় করা সবসময় দারুণ অনুভূতি দেয়, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের ফাইনালের স্মৃতি আমার হৃদয়ের খুব কাছের। সেবার আমরা শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করতে পারিনি। তবে এবার দল যেভাবে খেলেছে, সকলেই যেভাবে অবদান রেখেছে, তা অসাধারণ।’
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚএরপরে হার্দিক আরও বলেন, ‘কে এল রাহুল যেভাবে ম্যাচ শেষ করেছে, তা চমৎকার! শান্ত, আত্মবিশ্বাসী, সঠিক সময়ে সুযোগ নিয়েছে। এটাই রাহুল। তার অগাধ প্রতিভা রয়েছে। আমার মনে হয় না কেউ ওর মতো নিখুঁতভাবে বল মারতে পারে। আজ সে সেটার নিদর্শন দেখিয়েছে।’
আরও পড়ুন …. ꦛIPL 2025 শুরুর আগেই LSG শিবিরে বড় ধাক্কা! টুর্নামেন্টের প্রথমার্ধে নেই দলের তরুণ পেসার
চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সফল দল ভারত
𝔍ভারত এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সবচেয়ে সফল দল। তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। প্রথম শিরোপা ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছিল ভারত। সেবারে দলের অদিনায়ক চিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। দ্বিতীয় শিরোপা আসে ২০১৩ সালে এমএস ধোনির নেতৃত্বে। এবং এবার ২০২৫ সালে রোহিত শর্মার নেতৃত্বে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ‘মেন ইন ব্লু’।