পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। দলের অধিনায়ক করা হয়েছে মাইকেল ব্রেসওয়েলকে। তবে এই সিরিজে পাকিস্তান বুঝতে পারল আইপিএল-এর দাদাগিরি কাকে বলে। আসলে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড সেখানে অনেক নাম ক﷽রা ক্রিকেটারকে দেখাই যাবে না। এই কিউয়ি দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মাইকেল ব্র🐽েসওয়েল। গত বছর পাকিস্তান সফরেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রেসওয়েল, যেখানে সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছিল। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে তিনি দায়িত্ব পালন করবেন।
কোন কোন কিউয়ি ক্রিকেটার IPL 2025 খেলতে যাবেন?
আইপিএল ২০২৫൲-এর কারণে ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও বেভন জ্যাকবস এই সিরিজে খেলতে পারবেন না। আ🃏ইপিএল ২০২৫ ২২ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। কনওয়ে ও রাচিন চেন্নাই সুপার কিংস, ফার্গুসন পঞ্জাব কিংস, ফিলিপস গুজরাট টাইটান্স, এবং বেভন জ্যাকবস মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলবেন। সেই কারণে তাঁরা পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে চাননি। ফলে দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলার চাইতে আইপিএল খেলাকেই গুরুত্ব দিয়েছেন এই কিউয়ি ক্রিকেটাররা।
আরও পড়ুন … Sports Ministry lifts ban on WFI: ২৬ মꦆাসের লড়াই শেষ! আবার শুরু হবে কুস্ত🌃ি লিগ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রেসওয়েলের দুর্দান্ত পারফরম্যান্স
মাইকেল ব্রেসওয়েল সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ নিউজিল্যান্ডের রানার্সআপ হওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন এবং ফাইনালে ভারতের বিরুদ্ধে অর্ধশতক করেছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রেসওয়েল বলেন, ‘দেশের অধিনায়কত্ব করা আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। গত বছর পাকিস্তানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা দারুণ ছিল এবং এবারও অনেক চেনা মুখ স্൩কোয়াডে থাকছে, যা দারুণ ব্যাপার।’
আরও পড়ুন … WTC🔥 2023-25 Final-এ নেই রোহিত-বিরাট, আর্থিক ক্ষতির ꦑমুখে লর্ডস! বিশ্ব দেখল ভারতীয় ক্রিকেটের শক্তি
পেসারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনা
নিউজিল্যান্ড পেসারদের চাপ কমাতে কাইল জেমিসন ও উইল ও'রোর্ককে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য অন্তর্ভুক্ত করেছে। ম্যাট হেনরি চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টিতে দলে ফিরবেন। বেন সিয়ার্স চোট কাটিয়ে দলে ফিরেছেন, আর লেগ স্পিনার ইশ সোধিও দলে ফিরেছেন। তবে কেন উইলিয়ামসন এই সিরিজের জন্য নিজেকে অনুপলব্ধ রেখেছেন এবং ন💝ির্বাচিত হন🌄নি। তবে তার আইপিএল ২০২৫-এর কোনও দলের সঙ্গে কোনও চুক্তি নেই।
নিউজিল্যান্ডের স্কোয়াড (পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ ২০২৫)
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, ফিন অ্যালেন, জ্যাকব ডাফি, জ্যাক ফোল্কস (৪ ও ৫ নম্বর ম্যাচের জন্য), মিচ হে, ম্যাট হেনরি (৪ ও ৫ নম্বর ম্যাচের জন্য), কাইল জেমিসন (১, ২ ও ৩ নম্বর ম্যাচের জন্য), ড্যারিল মিচেল, জিমি নিশাম, উইল ও'রোর্ক (১, ২ ও ৩ নম্বর ম্যাচের জন্য), টিম রবিনসন, বেন ꦛসিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।
আরও পড়ুন … ভিডিয়ো: আমি চিৎকার করে বলব, তোমার মতো কেউ নেই… সিধুর গলায় কুংফু পান্ডিয়ার প্ܫরশংসা, নাচলেন ভাংড়া
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
১ম টি-টোয়েন্♍টি: ১৬ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
২য় টি-টোয়েন্টি: ১৮ মওার্চ, ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডানেডিন
৩য় টি-টোয়েন্টি: ২১ মার্চ, ইডেন পার্ক, অকল্যান্ড
৪র্থ টি-টোয়েন্টি: ২৩ মার্চ, বে ওভাল, টরাঙ্গা
৫ম টি-টোয়েন্টি: ২৫ মার্চ, স🍬্কাই স্টেডিয়াম, ওয়েলিংটন