বিরাট কোহলি যখন মাঠে থাকেন, তখন তিনি পুরোটাই খেলায় ডুবে থাকেন। তাঁর দায়বদ্ধতা, দায়িত্ববোধ নিয়ে সেই সময়ে প্রশ্ন ওঠাটা কিছুটা অস্বাভাবিকই। ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা হোক বা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা, কোহলির প্রতিশ্রুতি নিয়ে কেউই প্রশ্ন তুলতে পারেন না। এমন পরিস্꧒থিতিতে, এটা বলাটা কিছুটা হলেও আজব যে🅰, কোহলি ভুলে বড় ক্ষতি হয়ে যেতে পারত দলের।
রবিবার (১৩ এপ্রিল) বিরাট কোহলি রাজস্থান রয়্যালসের ইনিংস চলাকালীন ধ্রুব জুরেলের সহজ ক্যাচ ফেলে দেন। জীবনদান পেয়ে জুরেলই ১৭৩ রানে পৌঁছে দেয় রাজস্থান রয়্যালসকে। এদিকে বিরাট কোহলির ক্যাচ ফেলে দেন রিয়ান পরাগ। যার ফল হাড়েহাড়ে টের পেল রাজস্থান রয়্যাল।
আরও পড়ুন: প🌸ুরানের ছয়ে রক্তাক্ত দর্শক, যেতে হল হাসপাতালে, LSG-র জয়ের পর মাতলে𝓡ন সেলিব্রেশনে
জুরেলের ক্যাস মিস করেন কোহলি
১৩ এপ্রিল জয়পুরের সাওয়াই ম🐻ানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এবং বেঙ্গালুরু দল মুখোমুখি হয়েছিল। এই মাঠে এটি ছিল আইপিএল ২০২৫ মরশুমের প্রথম ম্যাচ। এমন পরিস্থিতিতে, স্থানীয় সমর্থকদের তাদরে ঘরের দলের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল। দিনের বেলায় খেলা এই ম্যাচে, রাজস্থান প্রথমে ব্যাট করে এবং তাদের ব্যাটসম্যানদের লড়াই করতে হয়। তবে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল দুর্দান্ত অর্ধশতরান করেন ভদ্রস্থ জায়গায় নিয়ে যান রাজস্থান রয়্যালসের স্কোর। পাশাপাশি রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং এর কারণ ছিল আরসিবি-র খারাপ ফিল্ডিং। আর এর জন্য কোহলিও দায়ী।
রাজস্থানের ইনিংসের ১৭তম ওভারে বল করতে এসেছিলেন স্পিনার সুয়💃াশ শর্মা। ওভারের পঞ্চম বলে জুরেল ছক্কা মারেন। তার পরের বলে আবার ছক্কা মারার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সেটি ক্যাচ ওঠে। লং অফ বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি সহজ ক্যাচটি ধরেও ফেলেছিলেন। কিন্তু বলটি তাঁর হাত পিছলে বের হয়ে যায়। এই ধরনের ক্যাচ বিরাট চোখ বন্ধ করে ১০টির মধ্যে ৯টি ধরে ফেলবে। আইপিএলে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ডধারী কোহলির কাছ থেকে কেউ এমন ভুল আশা করেনি এবং দলকে আরসিবি-কে এর পরিণতিও ভোগ করতে হয়েছে।
কোহলি যখন ক্যাচটি ফেলে দেন, তখন জুরেল মাত্র 🌼১১ রান করে খেলছিলেন। রাজস্থানের তরুণ ব্যাটসম্যান জীবনদান পেয়ে, সেটা পুরোপুরি কাজে লাগিয়েছেন। এরপর জুরেল ২টি চার এবং ১টি ছক্কা মেরে নিজের খাতায় মোট ২৪ রান যোগ করেন। জুরেলের ফিনিশিং টাচের উপর ভর করে, রাজস্থান ২০ ওভারে ১৭৩ রান করে ফেলে। মাত্র ১১ রান করে আউট হওয়া জুরেল ২৩ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।
কোহলির সহজ ক্যাচ ফস্কালেন রিয়ান
আরসিবি-র রান তাড়া করার সময়ে চতুর্থ ওভারের প্রথম বলেই বিরাট কোহলি আউট হয়ে যেতে পারতেন। তখন কোহলির রান ছিল মাত্র ৭। সন্দীপ শর্মার ক্রস-সিম ডেলিভারিটি কোহলির ব্যাটে-বলে হয়নি। বলটি উঁচুতে উঠে সোজা লং-অনের দিকে চলে যায়। সেখানে ফিল্ডিং করছিলেন রিয়ান পর💖াগ। একেবারেই সহজ সুযোগ ছিল। কিন্তু সকলকেꦜ অবাক করে দিয়ে রিয়ান পরাগ সানগ্লাস পরে বলের ঠিক নীচে থাকার পরেও ক্যাচটি মিস করেন। তাঁর হাত থেকে পিছলে যায় বল।
পরাগ෴ের সতীর্থ তুষার দেশপাণ্ডেও ক্যাচটি ধরার জন্য এসেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে পরাগ ক্যাচটি সম্পূর্ণ করবেন বলে আশা করে তিনি সরে যান। কিন্তু পারগ বাজে মিস করেন। সেই বলে ২ রান নিয়েছিলেন কোহলি, কিন্তু পরের বলেই তিনি চার হাঁকা𝓰ন। সন্দীপ শর্মা খেপে লাল হয়ে যান।