🅘 ফের একবার মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। এখবর অবশ্য এখন পুরনো। কিছুদিন আগেই মানসীকে ঘটা করে সাধ খাইয়েছিলেন তাঁর ‘নিম ফুলের মধু’-র সহকর্মীরা। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। আর এবার নিজের বাড়িতেই আরও একবার হল অভিনেত্রী সাধভক্ষণ অনুষ্ঠান।
ౠবাড়িতে আয়োজিত সাধ খাওয়ার ছবিও উঠে এসেছে মানসী সেনগুপ্তের ইনস্টাগ্রামের পাতায়। যেখানে বড় একটা মাছের মাথা মুখে পুরে পোজ দিতে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর পোস্ট করা ছবি থেকেই জানা যাচ্ছে সাধের মেনুতে ছিল ভাত, শাকভাজা, বেগুনভাজা, মাছভাজা, ফুলকপির রোস্ট সহ আরও বেশকিছু পদ। আরও একটা ছবিতে দেখা যাচ্ছে প্রথা মেনে আলতায় পা রাঙিয়েছেন অভিনেত্রী। ছবিগুলি পোস্ট করে মানসীর ক্যাপশান, ‘Baby shower part 2’। অর্থাৎ দ্বিতীয় সাধভক্ষণ অনুষ্ঠান। মানসীর এই পোস্টে হবু মাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
🌟এদিকে এর আগে মানসীর সাধে তাঁর গোটা পরিবারকে দেখা গেলেও, গায়েব ছিলেন মানসীর স্বামী। তাই অনুরাগীদের অনেকেই তাঁর সাধের ছবির নিচে লিখেছিলেন, ‘বরকে এবার সামনে আনুন’। তবে মানসী জানিয়েছিলেন, তাঁর শ্বশুরবাড়িতে কেউ নেই। শ্বশুর-শাশুড়ি অনেকদিন হল মারা গিয়েছেন। লোকজন বলতে তেমন কেউ নেই। টেলিভিশনের বন্ধুদের দেওয়া সাধের অনুষ্ঠানে তিনি স্বামীকে না আনলেও বাড়িতে যেদিন সাধভক্ষণ হবে সেদিন সকলে থাকবেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কোথায় কী! এবারও মানসীর পোস্টে দেখা মিলল না তাঁর স্বামীর। যদিও অভিনেত্রী আপাতত মাত্র দুটি ছবিই পোস্ট করেছেন। তাই ফের নেটপাড়ায় লোকজন প্রশ্ন করতে শুরু করেছেন ‘আরে বাচ্চার বাবা গেল কই?’
💧প্রসঙ্গত, কয়েক বছর আগেও ইন্ডাস্ট্রিতে রটেছিল অভিনত্রী মানসী সেনগুপ্তের ডিভোর্সের খবর। এমনকি দিদি নম্বর ১ শো-তে এসে নিজেই সেই ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। সেসময় অবশ্য কাজের জন্য মানসী ছিলেন মুম্বইতে, তাঁর বর কলকাতায়। ফলত, দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। পরে মানসী কলকাতায় ফিরে আসতেই, জোড়া লাগে ভাঙা সম্পর্ক। এমনকি দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন দুজনে।
🐎প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে মৌমিতার চরিত্রে দেখা মিলেছিল মানসীর। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকেও দেখা যাচ্ছিল তাঁকে। তবে আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।