🥃 দিনটা ছিল ৬ এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুরাগীদের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউড তারকা হৃতিক রোশন। রামনবমীতেই আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান। যার নাম রাখা হয় রঙ্গোৎসব। অভিযোগ, রামনবমীতে আয়োজিত সেই অনুষ্ঠানেই নামে গোমাংস ও মদ বিক্রি হয়েছে। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো তুলেও ধরেছেন। আর সেই ছবি ও ভিডিয়ো দেখে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।
কী আছে ভিডিয়োতে?
🍸কলামিস্ট বিবেক বনশল বৃহস্পতিবার তাঁর এক্স হ্যান্ডেলে অনুষ্ঠানস্থলের কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। এর মধ্যে একটিতে, গরুর মাংসের সিঙাড়া অনুষ্ঠানের খাবারের মেনুর হিসাবে দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে, অনুষ্ঠানে উপস্থিত একজনকে মদ কিনতে ও খেতে দেখা যাচ্ছে। এই সমস্ত কাজকর্মের প্রক্ষাপটে রামের ভজন বাজতেও শোনা যাচ্ছে।
༺এই ছবি ও ভিডিয়ো শেয়ার করে বিবেক বনশল নামে ওই ব্যক্তি দাবি করেছেন, ‘শ্রী রাম নবমীর পবিত্র অনুষ্ঠান উপলক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রে হৃতিক রোশনের অনুষ্ঠান। সেখানেই মদ-গো মাং সহযোগে পার্টি হতে দেখা যাচ্ছে। যেটাকে হোলি উদযাপন বলে দাবি করা হয়েছে।’ যদিও এধরনের ছবি ভিডিয়ো খতিয়ে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
ꦚআরও পড়ুন-পথচারীকে 'পিষে মেরেছেন মদ খেয়ে', আরও ৭ দিন পুলিশি হেফাজতে পরিচালক ভিক্টো দাস
🍷এখানেই শেষ নয়, শুধু তাই নয়, বিবেক বনশল নামে ওই ব্যক্তি দাবি করেছেন, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ইভেন্ট ম্য়ানেজার রেহান সিদ্দিকি, যাঁকে ভারত সরকার তার 'বিপজ্জনক' জন্য কালো তালিকাভুক্ত করেছে বলে দাবি। এই অনুষ্ঠানে খালিস্তানি যোগ রয়েছে, সেখানে পাকিস্তানিরাও ছিলেন বলে দাবি উঠেছে। আমেরিকার মাটিতে ভারত বিরোধী কর্যকলাপ, যেখানে কিনা ISI এজেন্স রেহান সিদ্দিকি যুক্ত, সেই অনুষ্ঠানের সঙ্গে হৃত্বিক রোশনকে কে বা কারা জুড়লেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিবেক বনশল।
ജতাঁর কথায়, ‘এটা শুধুই অবহেলা নয় - এটা জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি নির্লজ্জকর অবমাননা। ভারত-বিরোধী শক্তির সঙ্গে এই ধরনের জোট গঠনের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে’।
🌃এদিকে হৃত্বিক রোশনের এই অনুষ্ঠানের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে। আমেরিকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হৃতিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলা এবং সময় কাটানোর জন্য মোটা অঙ্কের টাকা খরচ করে টিকিট কেটেছিলেন দর্শকরা। ভারতীয় মুদ্রায় ১.২ লক্ষ টাকার টিকিট কেটে দর্শকরা গিয়েছিলেন অনুষ্ঠানে শুধু অভিনেতাকে দেখার জন্য। কিন্তু দু'ঘণ্টা অপেক্ষা করার পরেও অভিনেতার সঙ্গে ছবি তুলতে দেওয়া হয় নি বলেও অভিযোগ ওঠে।
⛄(ডিসক্লেমার- এই অনুষ্ঠানের কোনও ছবি ও ভিডিয়ো খতিয়ে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা)