💫 অবশেষে শেষ হল সেলিব্রেটি মাস্টারশেফ প্রতিযোগিতার লড়াই। এই শোয়ে বিজেতার মুকুট পরলেন গৌরব খান্না। অর্থৎ তিনিই হলেন এবারের সেলিব্রিটি মাস্টারশেফ। নিকি তাম্বোলি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, আর তেজস্বী প্রকাশ তৃতীয় স্থান অধিকার করেছেন।
🐬মি. ফয়সু এবং রাজীব আদাতিয়াও ফাইনালিস্টদের মধ্যে ছিলেন কিন্তু শীর্ষ ৩-এ জায়গা করে নিতে পারেননি। গ্র্যান্ড ফিনালেতে বিচারক - শেফ ছিলেন রণবীর ব্রার এবং বিকাশ খান্না এবং পরিচালক ফারাহ খান। এছাড়াও - শেফ সঞ্জীব কাপুরও বিশেষ অতিথি ছিলেন। সেলিব্রিটি মাস্টারশেফের গ্র্যান্ড ফিনালেতে তেজস্বীর প্রেমিক করণ কুন্দ্রাকেও দেখা গিয়েছিল।
𓄧এই শোটি সাধারণ মানুষ নন বরং এবার বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের নিয়ে তৈরি করা হয়েছিল এই অনুষ্ঠান। শোতে গৌরব খান্নার যাত্রাটি বেশ রোলার-কোস্টার রাইড ছিল। মজার ব্যাপার হল, প্রথম পর্বেই গৌরবের রান্নাকে জঘন্য বলে দাগিয়ে দিয়েছিলেন ফারাহ খান। দশ সপ্তাহ ধরে, রান্নার ক্ষেত্রে তাঁর উদ্ভাবনী ক্ষমতার জন্য অভিনেতা জনপ্রিয়তা অর্জন করেন। এই অনুষ্ঠানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে প্রথম স্থান অর্জন করেছেন ‘অনুপমা’ খ্যাত গৌরব খান্না।
আরও পড়ুন:🔯 'একমাত্র বোকারাই...', ‘টয়লেট’ কটাক্ষে নাম না করে জয়াকে বিঁধলেন অক্ষয়?
আরও পড়ুন:🐎 মায়ের কোলে বসে দুই বিখ্যাত নায়িকা, একজন আবার মিস ইন্ডিয়া, চিনতে পারছেন এঁদের?
🐻অনুষ্ঠানে গৌরবের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন নিক্কি। প্রায়শই দুজনের মধ্যে এই সমস্যা লেগেই থাকতো। তবে এই সমস্ত সমস্যাকে কখনও নিজের দুর্বলতা হতে দেননি গৌরব, বরং সমস্ত সমস্যাকে পাশে রেখে নিজের কাজে প্রকাশ করেছেন তিনি। ফলও পেয়েছেন হাতেনাতে।
ღপ্রথম থেকে শেষ পর্যন্ত গৌরব যে অসম্ভব সুন্দর রান্না করেছেন তা নয়। মাঝেমধ্যেই গৌরবের রান্না অখাদ্য বলেছেন বিচারকরা। কিন্তু এতকিছুর পরেও হার মানেননি তিনি। বারবার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন।
আরও পড়ুন:𝔍 শাহরুখের সিনেমা দেখে কেঁদে ভাসালেন আমেরিকান, ভিডিয়ো দেখে হেসে খুন নেটিজেনরা
আরও পড়ুন: 🐠ক্যানসারের চিকিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
🎃অনুষ্ঠানের বিজয়ী হওয়ার পর গৌরবের আগামী পরিকল্পনা কী সেটা জানা যায়নি। তবে এটুকু জানা গেছে, ‘খাতরো কে খিলাড়ি’ ১৫ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন গৌরব।