আগামী ২৫ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ইমরান♍ হাশমি অভিনীত ‘গ্রাউন্ড জিরো’। সিনেমা মুক্তির আগে শ্রীনগরে বিএসএফ জওয়ানদের উপস্থিতিতে করা হল সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন। এই বিশেষ প্রদর্শনীকে সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছেন ইমরান হাশমি।
শুক্রবার শ্রীꦯনগরে💧 বিএসএফ জওয়ানদের উপস্থিতিতে সিনেমার যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন ইমরান হাশমি, সাই তামহঙ্কর, পরিচালক তেজস প্রভা বিজয় দেওস্কর, স্ত্রী ডলি সিধওয়ানি, প্রযোজক রিতেশ সিধওয়ানি, স্ত্রী শিবানী দান্ডেকর, ফারহান আখতার এবং সহ-প্রযোজক আরহান বাগাতি।
আরও পড়ুন: ২৭ বছর দীর্ঘ🍎 ডিভোর্সের কেসে জুড়ল ♎মজার পাঞ্চ! প্রকাশ্যে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার
আরও পড়ুন: সঙ্গীতে AI-এর ব্যবহার নিয়ে ক্ষুব্ধ রহমান, বললেন, ‘এ যেন অক্সিজেনে বিষ 🎉মিশে...’
শ্রীনগরের ছবির এই বিশেষ প্রিমিয়ার নিয়ে ইমরান হাশমি বলেন, ‘দেশ নিয়ে এর আগেও অনেক সিনেমা তৈরি করা হয়েছে তবে এই প্🅺রথম বিএসএফকে সম্মান জানানো হয়েছে কোনও সিনেমায়। গ্রাউন্ড জিরো সমস্ত বিএসএফ অফিসারদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে যারা প্রতিনিয়ত সাহসের সঙ্গে দেশকে রক্ষা করে চলেছেন। শ্রীনগরের এই বিশেষ প্রিমিয়ার নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইল।’
প্রসঙ্গত, ‘গ্রাউন্ড জিরো’ সিনেমায় বিএসএফ অফিসার নরেন্দ্রনাথ ধর দুবে🥀র ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা। দেশাত্মবোধক সিনেমা তৈরীর ক্ষেত্রে ন্যূনতম কিছু নিয়ম এবং বাধা নিষেধ সম্পর🌳্কে কথা বললেন ইমরান।
আরও পড়ুন: কার্তিক নন, চান্দু চ্যাম্পিয়ন-এ পরিচালকের প্রথম পছন্দ ছিলেন প্রয়াত এই অভিনಌেতা
আরও পড়ুন: 'মেয়েদের হ🗹ুমকি দেবেন না...', নিজের করা ব্রাহ্মণ মন্তব্যের জন্য চাইলেন ক্ষমা, আর কী বললেনജ অনুরাগ?
‘গ্রাউন্ড জিরো’ সিনেমায় একজন বিএসএফ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন ইমরান, যিনি ২০০১ সালে সংসদ এবং অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাধারীদের খুঁজে বের করার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এই সিন🎐েমাটি পরিচালনা করেছেন তেজস প্রভা বিজয় দেওস্কর।
উল্লেখ্য, এক্সেল এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউজের অধীনে সিনেমাটি প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার। তেজস দেওস্কর পরিচালিত এই ছবিটি যৌথভাবে ♌প্রযোজনা করেছেন কাসিম জাগমাগিয়া, বিশাল রামচন্দ💟ানি, সন্দীপ সি সিধওয়ানি, আরহান বাগাতি, তালিসম্যান ফিল্মস, অভিষেক কুমার এবং নিশিকান্ত রায়।