🥂 দীর্ঘদিন হল ঝুলে রয়েছে হাসিন জাহান ও মহম্মদ শামির ডিভোর্সের মামলা। তবে শামি-হাসিনের মাথার ছাদ আলাদা হয়েছে বহুদিন হল। তাঁদের একমাত্র মেয়ে আইরা অবশ্য মায়ের সঙ্গে কলকাতাতেই থাকে। তবে শামির থেকে আলাদা হলেও নিত্যদিনই নেটদুনিয়ায় চর্চায় থাকেন হাসিন জাহান। বলা ভালো, চর্চায় কীভাবে থাকতে হয়, তা তাঁর ভালো করেই জানা আছে।
🐼প্রাত্যহিক জীবনের নানান কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন হাসিন। আর এবার বডি ম্যাসাজের ছবি পোস্ট করে বসলেন তিনি। যে ছবিতে কোনও এক স্পা সেন্টারের বিছানায় উপুর হয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। ছবিতে দৃশ্যমান তাঁর খোলা পিঠের কিয়দংশ। স্পা সেন্টারের কোনও এক মহিলা কর্মী তাঁর বডি ম্যাসাজ করছিলেন। যদিও ছবিতে তাঁর মুখ সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। বিছানায় শুয়ে সেলফি তুলেছেন হাসিন। ছবির ক্যাপশানে লিখেছেন, ‘A massage once a week keeps the doctor away.’ অর্থাৎ সপ্তাহে ১ দিন ম্যাসাজ নিলে ডাক্তারের থেকে দূরে থাকা যায়।
ꦑএদিকে হাসিন জাহানের এই পোস্ট নিয়েও নেটিজেনদের একাংশ ট্রোল করতে ছাড়েননি। কেউ আবার লিখেছেন, ‘নিশ্চয় এখন আপনাক শামির কথা মনে পড়ছে?’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
📖তবে হাসিন ভুল কিছু বলেননি। বহু বিশেষজ্ঞও বলে থাকেন, বডি ম্যাসাজ শুধুই বিলাসিতা নয়, এটি স্বাস্থ্যের জন্য একটি কার্যকর থেরাপি হিসেবেও বিবেচিত হয়। প্রাচীনকাল থেকেই মানুষ শরীরকে পুনরুজ্জীবিত ও সুস্থ রাখার জন্য ম্যাসাজ থেরাপির ব্যবহার করে আসছে। আজকাল আধুনিক জীবনের চাপ ও ব্যস্ততায় বডি ম্যাসাজ মন ও শরীর উভয়ের জন্যই উপকারী।
🐼শরীরের ক্লান্তি দূর করতে, স্ট্রেস বা উদ্বেগ কমাতে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে, ইমিউন সিস্টেম মজবুত করতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ইমিউন সিস্টেম মজবুত করতে, হজমশক্তি বাড়াতে, মাইগ্রেনের ব্য়াথা কমাতে ম্য়াসাজ ভীষণই উপকারী। এছাড়াও হার্ট ভালো রাখতে, হাড়ের ব্য়াথা কমাতেও বডি ম্যাসাজ উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে অবশ্যই সেটা নিতে হবে সঠিক পদ্ধতি মেনে।
ꦏএদিকে নিত্যদিনই মহম্মদ শামিকে নিয়ে প্রকাশ্যেই নানান গানমন্দ করতে শোনা যায় হাসিনকে। অতি সম্প্রতি শামি কলকাতায় খেলতে এলে, সেসময়ও তাঁকে কটাক্ষ করতে তিনি ছাড়েননি। ইনস্টাগ্রামে শামির বিচ্ছিন্না স্ত্রী লেখেন, ‘শামি আহমেদ কলকাতা আসে। কিন্তু কখনওই মেয়ে আইরার সঙ্গে দেখা করার চেষ্টাও করে না। শেষবার যখন দেখা করেছিল, তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ভয়ে দেখা করেছিল। বেশ্যাদের নিয়ে মশগুল থাকা বাপের কোনও হুঁশ নেই মেয়েকে নিয়ে। কোনও দায়িত্ব নেই। কিন্তু জঘন্য সমাজ আমায় ভুলভাল বলে থাকে।’
💦এদিকে মহম্মদ শামির নামে কু-কথা বলায় হাসিনকে তুলোধনা করতে ছাড়েননি নেটিজেনরা।