চলতি মাসের শুরুর দিকে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত সিংঘম এগেন। বক্স অফিসে বিশ্বজুড়ে সেই ছবিটি প্রায় ৪০০ কোটি টাকা আয় করে ফেলেছে। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও খুশি বন্যা বইছে মেয়ে আসায়। কিন্তু এত আনন্দ, সাফল্যের মাঝে রণবীর অনুরাগীদের জন্য খার🐻াপ খবর! ফের পিছিয়ে গেল ডন ৩ ছবিটির শ্যুটিং। অন্তত তেমনি গুঞ্জন রটেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এই🧸 খবরে সিলমোহর পড়েনি।
আরও পড়ুন: সিঁড়ি জুড়ে বলিউড তারকাদের হাꦯট বসেছে! অক্ষয়, অভিষেক, রীতেশ সহ কারা থাকছেন হাউজফুল ৫-এ?
কী জানা গেল ডন ৩ নিয়ে?
রণবীর সিং দার🍒ুণ উচ্ছ্বসিত ছিলেন তাঁর এই প্রজেক্ট নিয়ে। জানিয়েছিলেন তাঁর বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু অমিতাভ বচ্চন যে লিগ্যাসি তৈরি করেছিলেন, শাহরুখ যেটাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি মনে হচ্ছে না এত জলদি আসবে বলে। কারণ এখনো পর্যন্ত কানাঘুষোয় যা জানা গিয়েছে সেই অনুযায়ী আবারও পিছিয়ে গেল ডন ৩ ছবিটির শ্যুটিং। জানুয়ারি ২০২৫ এ শুরু হওয়ার কথা ছিল এই ছবির শ্যুটিং। কিন্তু এবার জানা গেল সেটা পিছিয়ে জুন ২০২৫ এ চলে গিয়েছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার ডন ৩ ছবিটির শ্যুটিংয়ের দিন পিছানো হয়েছে। যদিও নেটপাড়া মনে করছে এভাবে আসলে ছবিটিকে আপাতত স্থগিত করে দেওয়া হতে চলেছে। আর এর মূল কারণ হিসেবে তাঁরা মনে করছেন ছবিটির বিপুল বাজেট।
প্রসঙ্গত ডন হিসেবে রণবীর সিং তৃতীয় মুখ হয়ে পর্দায় ধরা দিতেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ𓃲 খানের পর। এই ছবিতে মুখ্য নারী চরিত্🔯রে থাকার কথা কিয়ারা আডবানিকে।
কী বলছেন নেটিজেনরা?
এক ব্যক্তি লেখেন, 'আজকালকার দিনে ২০০ কো𒊎টির গণ্ডি টপকানো খুবই চাপের ব্যাপার। রণবীর যদি তেমন না করতে পারে ছবিটি দাঁড়াবেই না।' দ্বিতীয় জন লেখেন, 'ফারহানের ক𝐆াছে মনে হয় টাকা নেই। বাইরে থেকে কারও বিনিয়োগের অপেক্ষা করছেন হয়তো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এবার তো ফারহানের বোঝা উচিত যে কিংকে ছাড়া ডন হওয়া সম্ভব নয়।'

আরও পড়ুন: রেট্রো লুকে আলিয়া-রণ🐼বীর, সিনেমার শুটিং না কোনও থিম পার্টির প্রস্তুতি?
যদিও এই 🐻ছবির সঙ্গে জড়িত ঘনিষ্ট সূত্রের তরফে হিন্দুস্তান টাইমসকে জানানো হয়েছে যা রটেছে পুরোটাই ভুয়ো। যে সময় আগে বলা হয়েছিল সেই সময়ই ডন ৩ ছবিটির শ্যুটিং শুরু হবে। পরিচালক, অভিনেতা সবাই প্রস্তুত।