✅ সইফ আলি খানকে বৃহস্পতিবার ভোররাতে যখন ছুরি দিয়ে আঘাত করে আততায়ী। তখন কোনও গাড়ি বা অ্যাম্বুলেন্সের বদলে অটোয় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এবার সেদিন রাতে ঠিক কী কী ঘটেছিল সেটা জানালেন সেই অটোচালক যাঁর অটোয় করে অভিনেতাকে লীলাবতী হাসপাতালে আনা হয়।
আরও পড়ুন: ꦉআততায়ীর আক্রমণে সইফের শিরদাঁড়ায় গেঁথে গেছিল ছুরির অংশ, অস্ত্রোপচারের পর প্রকাশ্যে এল ছবি
কী জানালেন সেই অটোচালক?
ꩲএদিন ANI এর তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে সেই অটোচালক যিনি সইফ আলি খানকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তাঁর অটোয় করে তিনি তাঁর অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। তিনি এদিন বলেন, ' আমি রাতেও আমার গাড়ি চালাই। তখন রাত প্রায় ২ টো কি ৩ টে হবে। আমি দেখলাম একজন মহিলা অটো খুঁজছেন কিন্তু কোনও অটো দাঁড়াচ্ছে না। গেটের মধ্যে দিয়ে অটোকে ডাকা হচ্ছে যে সেটাও শুধু3 পাচ্ছিলাম। তখন আমি ইউ টার্ন নিয়ে আমার গাড়িটা ওই গেটের সামনে দাঁড় করাই। আর একজন মানুষ যিনি পুরো রক্তাক্ত ছিলেন তিনি এসে আমার গাড়িতে ওঠেন।'
♔এই ব্যক্তি আরও জানান, '২-৪ জন লোক ওঁর সঙ্গে এসেছিল। ওঁরা ওঁকে অটোয় তুলে দেন। এবং জানান তাঁরা। লীলাবতী হাসপাতালে যাবেন। আমি ওঁদের ওখানে নামিয়ে দিই। পরে জানতে পারি যে সেই ব্যক্তি সইফ আলি খান ছিলেন। আমি দেখেছিলাম ওঁর ঘাড় আর পিঠ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল।'
♏পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি জানান যে না, এখনও তাঁকে ডাকা হয়নি।
আরও পড়ুন: 🐎বরের ক্রিকেট দলের মালিকের অন্ধ ভক্ত প্রিয়া! রিঙ্কুর হবু বউ বললেন, 'আমি শাহরুখের নতুন ছবি...'
কেমন আছেন সইফ?
♋এদিন চিকিৎসকদের তরফে এও জানানো হয়েছে যে অভিনেতা এখন অনেকটাই সুস্থ আছেন। তবে ভয়ের কারণও আছে। চিকিৎসকদের কথায়, ‘উনি এখন ভালো আছেন। ওঁর সব প্যারামিটার ঠিক আছে। ওঁকে আইসিইউ থেকে স্পেশাল রুমে শিফট করা হয়েছে। আজ ওঁর সঙ্গে তেমন ভাবে কাউকে আমরা দেখা করতে দিচ্ছি না, আজ ওঁকে হাঁটিয়েছি। ওঁর হাঁটতে কোনও অসুবিধা হয়নি। তেমন ব্যথা বা অন্য কোনও উপসর্গ নেই। তবে আমরা ওঁকে বলেছি যে অন্তত কিছুদিনের জন্য যেন তিনি বিশ্রাম নেন, বিশেষ করে পিঠের ক্ষতর জন্য। কারণ ওটা থেকে নইলে ইনফেকশন হতে পারে। এছাড়া ওঁর বেশি নড়াচড়া করাও নিষেধ করো হয়েছে অন্তত সপ্তাহখানেকের জন্য। কারণ ওঁর শিরদাঁড়ায় আঘাত লেগেছিল, যেখান থেকে একটা ফ্লুইড বেরিয়ে আসছিল। তাই সেটা যাতে আবার না হয়, না ইনফেকশন হয় তাই বেশি নড়াচড়া করতে নিষেধ করা হয়েছে।’