বৃহস্পতিবার ভোর রাতে সইফ আলি খানের উপর ঘটা হামলায় উদ্বিগ্ন বলিউড-সহ গোটা মুম্বই। বান্দ্রায় নিজের বাড়িতেই ছুরিবিদ্ধ হন ছোটে নবাব। দুষ্কৃতীরা ৬ বার ছুরির কোপ মারে নায়ককে। এখন অবশ্য বিপদমুক্ত করিনার স্বামী। শিরদাঁড়ার কাছ থেকে বার করা হয়েছে ছুরির ভাঙা অংশ। শুক্রবার নিজের পায়ে উঠে দাঁড়িয়েছেন সইফ। আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে সইফকে।🌺 আরও পড়ুন-১৮ বছরে পালিয়ে বিয়ে! দাম্পত্যের ৩১ বছর পার, তবে একসঙ্গে থাকেন না! জোজোর স্বামীকে চেনেন?
সইফকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন তাঁর পরিবার থেকে সহকর্মীরা। সোশ্যাল মিডিয়াতেও উদ্বেগ প্রকাশ করেছেন অর্জুন, রবিনারা। এবার সইফের উপর হামলার ঘটনায় মুখ খুললেন করিনার প্রাক্তন প্রেমিক, শাহিদ কাপুর। এদিন দেবার ট্রেলার লঞ্চে পৌঁছেছিলেন শাহিদ। সেখানেই এক সাংবাদিক এই ঘটনা নিয়ে ঘুরিয়ে প্রশ্ন করেন। জানতে চান, রোজদিন সেলিব্রিটিদের উপর যে হামলা হচ্ছে, তাতে বাস্তবে পুলিশ অফিসার হলে শাহিদ কী ব্যবস্থা নিতেন? প্রসঙ্গত, দেবাতে একজন পুলিশ হিসাবে তাঁর ভূমিকায় রয়েছেন নায়ক। এই প্রশ্নের জবাবে শাহিদ 🌟বলেন, ‘আপনি যে ঘটনা নিয়ে এই প্রশ্ন করলেন তা খুবই দুঃখজনক ঘটনা। আমরা সকলেই এই নিয়ে খুব উদ্বিগ্ন। আপনি আমাকে পরোক্ষভাবে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আমাকে সরাসরি জিজ্ঞাসা করতেন (সইফের ব্যাপারে) তবে আমি সেটাকে আরও সম্মান করতাম’।
𒉰শাহিদ এরপর আরও বলেন, ‘আমরা আশা করছি সাইফের স্বাস্থ্য ভালো আছে। আমরা আশা করি তিনি সুস্থ বোধ করছেন। নিজের বাড়িতেই তাঁর সাথে যা ঘটেছে তাতে আমরা সকলেই হতবাক। মুম্বইয়ের মতো শহরে এমন কিছু হজম করা কঠিন। আমি নিশ্চিত পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে…’।
ꦇতবে মুম্বই নিরাপদ শহর নয় তা মানতে নারাজ নায়ক। তিনি বলেন, ‘মুম্বাই খুব নিরাপদ একটা শহর। যখন পরিবারের কোনও সদস্য বা মহিলা রাত ২টোয় বাইরে যান, এটি তখনও নিরাপদ। এটা একটি মর্মান্তিক ঘটনা। আমরা আশা করছি এবং প্রার্থনা করছি সইফ দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা সব সময় তার জন্য অপেক্ষা করছি এবং প্রার্থনা করছি।’
🤡২০১৭ সালে বিশাল ভরদ্বাজের 'রেঙ্গুন' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সইফ আলি খান ও শাহিদ কাপুর। তবে দুজনের একটা অতীত রয়েছে, সইফ ঘরণী করিনা কাপুরের সঙ্গে একটা সময় মাখোমাখো সম্পর্ক ছিল শাহিদের। শাহিদের সঙ্গে প্রেম ভাঙার পর সইফকে মন দেন বেবো। তবে সেই অতীত সম্পর্ক কোনও বাঁধা হয়নি দুজনের পেশাদার কেরিয়ারে।
♌ব্রেকআপের পর শাহিদের সঙ্গে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে কাজ করেছিলেন করিনা। তবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি দুজনে। বান্দ্রার বাসভবনে হামলার পরে সইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে গিয়েছিল ছেলে ইব্রাহিম। সেখানেই জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার। শুক্রবার সকালে হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে মুম্বাই পুলিশ।