বাংলা নিউজ > বায়োস্কোপ > Don 3: শেষমেশ বাছা হল ডন ৩-র নায়িকা! প্রিয়াঙ্কা, কিয়ারারা সরেছেন, রণবীরের নায়িকা তবে কে?
শাহরুখ নন, এবার রণবীর সিং-এর হাত ধরে 'ডন থ্রি' আনছেন ফারহান আখতার। তবে রণবীরের বিপরীতে কে? এপ্রশ্ন বহুদিন ধরেই ঘোরাফেরা করছিল। প্রিয়াঙ্কা চোপড়া ফের ‘ডন’ ফ্রাঞ্চাইজির ছবিতে অভিনয় করতে পারেন বলেও শোনা গিয়েছিল। পরে শোনা যায় কিয়ারা আডবানির নাম। তবে অবশেষে সিলমোহ♋র পড়ল নায়িকার নামে। কে তিনি?
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে অনুসারে শর্বরী ওয়াঘকে দেখা যাবে ডন ৩-কে। একটি সূত্র পোর্টালকে জানিয়েছে, ‘শর্বরী এবং আরও একজন অভিনেত্রীর নাম বিবেচনা করা হয়েছিল। তবে অবশেষে শর্বরীর দিকেই পাল্𝓡লা ভারী। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থাও শর্বরী ওয়াঘকে পেয়ে খুশি। শর্বরীও এত বড় ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে বেশ উত্তেজিত এবং কারণ এটি তাঁর চলতি বছরের আরও একটা ছবি ’আলফা'র থেকে একেবারেই আলাদা, যদিও দুটিই অ্যাকশন ছবি।'