১৪৩১-কে বিদায় জানিয়ে এবার ১৪৩২ পা রাখল বাংলা ক্যালেন্ডার। আজ বাঙালির আরও একটা নববর্ষ। প্রত্যেকবারের মতো এবারও সাড়ম্বরে পয়লা বৈশাখ উদযাপন করছেন বাঙালিরা। আম আদমির হোন কিংবা তারকা, নববর্ষ সকলেই কাꦯছেই বিশেষ একটা দিন। এবার পয়লা বৈশাখ উদযাপনের নানꩲান কথা Hindustan Times Bangla-র সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস।
এবার নববর্ষ কীভাবে কাটচ্ছেন?
শ্রুতি: নববর্ষে কাটোয়া যাচ্ছি। ওইদিনটা ওখানেই কাটাবে। এটা এমন একটা দিন বাড়িতে সকলের সঙ্গে কাটাতেই ভালো লাগে।🅰 এই দিনে স্পেশাল বলতে কাটোয়াতেই একটু ঘুরতে বের হব। বছরের প্রথমদিন ক্ষেপি মায়ের মন্দিরে গিয়ে পুজো দেব। তারপর এদিক ওদিক ঘুরে রাতে একদম বাইরে থেকে খাবার খেয়ে বাড়ি ফিরব।
নববর্ষে উপহার দেওয়া-নেওয়ার রীতি আছে, কাকে কী দিলেন, আর কী পেলেন?
শ্রুতি: এবার মাকে ব𒁃জরংবলী কিনে দিয়েছি। আর আমি আমার মা-বাবা আর শ্বশুরবাড়ি দুই তরফেই অনেক জামা-কাপড় পেয়েছি।
আর স্বর্ণেন্দু দা (সমাদ্দার) কী দিলেন?
শ্রুতি: বর বই দিয়েছে।
নববর্ষের সাজ একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় বাঙালিদের কাছে, কীভাবে সাজবেন?
শ্রুতি: একদম বাঙালি সাজগোজ।
পয়লা বৈশাখ নিয়ে ছোটবেলার কোনও স্মৃতি মনে পড়ে?
শ্রুতি: ছোটবেলার কথা ভাবলে মন খারাপই হয় বেশি। আর তো সেসব দিনে ফিরে যেতে পারব না, তখ💙ন মুক্ত জীবন ছিল। ছোটবেলার সবকিছুই বড়ই স্পেশাল। যখন ছোট ছিলাম ভাবতাম কবে বড় হব? এখন বুঝি, জীবন কত বদলে গেছে।
শ্রুতির 'আমার বস'
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে এবার উইনডোজ প্রোডাকশনের 'আমার বস' ছবির হাত ধরে এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন শ্রুতি দাস। 'অদিতি'র চরিত্রে আগামী ৯ মে বড় পর্দার দর্শক দরবারে হাজির হবেন তিনি। একদিন কাটোয়ার মতো ছোট শহর থেকে 💯কলকাতায় এসে ধীরে ধীরে ছোটপর্দায় নিজের জায়গা করে নেওয়া, জনপ্রিয়তা পাওয়া। আর এবার বড়পর্দা। তাই সম্প্রতি নিজের ফেসবুকের পাতায় আবেগতাড়িত হয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্ﷺরী।
শ্রুতি লেখেন, ‘তথাকথিত ছোটো একটি শহর থেকে এক আকাশ স্বপ্ন বুকে বেঁধে পাড়ি দিয়েছিলাম এই বির🌜াট নগরী তে। ছোটোপর্দায় মুখ্য ভূমিকায় কাজ করা কাল🌼ীন একদিন ওটিটি,বড়ো পর্দায় কাজ পাবো এই স্বপ্ন দেখতে না দেখতেই এমন এক ম্যাজিক ঘটে গেলো জীবনে। (ডিসেম্বর,২০২৪)।
এটা শিবু দা আর নন্দিতা দির দূরদৃষ্টির ফল ছাড়া আর কিছুই না। চেষ্টা করি, ন🌜িজের কাজ টুকুই মন দিয়ে করার বাকি কিছু সেভাবে পারিনা, স্যার আর ম্যাম বোধ করি শুধুমাত্র সেই ভরসাতেই আমার হাত ধরে তুলে এনেছিলেন সেদিন। আকাশ ছোঁব স্বপ্ন দেখি রোজ,ভগব𝔉ান তাই বোধ হয় Windows নামক জাদুকরী জানলা খুলে দিয়ে ঝলমলে রোদ মাখা আকাশটা দেখিয়ে বুঝিয়েছিলেন, ওই দূরের আকাশটা একদিন ছুঁতেই হবে, এই হলো তার প্রথম ধাপ।’