সারা বিশ্বে ক্রিকেট খেলিয়ে দেশ খুব বেশি নেই। যদিও আইসিসি সহযোগী দেশগুলির ক্রিকেটের উন্নতিতে নিরন্তর চেষ্টা চালাচ্ছে। সমস্ত সহযোগী দেশের টি-২০ ম্যাচকেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এখন আন্তর্জাতিক টি-২০ ম্যাচের স্বীকৃতি দেয়। তাই ক্রিকেট🅰ের পরিসর ক্রমশ বাড়ছে বলা যায়।
তবে ক্রীড়াপ্রেমীদের মনে আগ্রহ জন্মানো স♐্বাভাবিক যে, ফুটবলের মহাশক্তি হিসেবে পরিচিত দেশগুলির ক্রিকেটে অবস্থান কীরকম। আদৌ প্রথমসারির ফুটবল খেলিয়ে দেশগুলি ক্রিকেট খেলে কিনা, সেই বি🧜ষয়ে সংশয় দেখা দেওয়াও অমূলক নয়।
ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার ক্রিকেটের বিশ্বব়্যাঙ্কিং কত, এমন প্রশ্নের উদয় হতেই পারে ক্রীড়াপ্রেমীদের মনে।🥂 সেই আগ্রহ নিরসনের জন্যই দেখে নেওয়া যাক ফিফা ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ২০টি ফুটবল খেলিয়ে দেশের 🎉ক্রিকেটে বিশ্বব়্যাঙ্কিং কত। সহযোগী দেশগুলির ক্ষেত্রে শুধুমাত্র টি-২০ ক্রিকেটের দিকেই যেহেতু বিশেষভাবে গুরুত্ব দেয় আইসিসি, তাই টি-২০ বিশ্বব়্যাঙ্কিংকেই এক্ষেত্রে একক হিসেবে ধরে নেওয়া যাক।
বিশ্বের সেরা ফুটবল দলগুলি আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে রয়েছে, তুলে ধরা হল সেই তালিকা। এছাড়া ফিফা ব়্যাঙ্কিংয়ের সেরা ২০-র বাইরে যে দেশগুলি কাতারে অ💯নুষ্ঠিত শেষ ফুটবল বিশ্বকাপে অংশ নেয়, তারা টি-২০ ক্রিকেটে বিশ্বের কত নম্বর দল, চোখ রাখুন সেই তথ্যেও।
ফিফা ব়্যাঙ্কিংয়ের প্রথম ২০-তে থাকা দেশগুলির আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দেশগুলির আইসিসি ব়্যাঙ্কিং
ফ♛ুট♔বল খেলিয়ে সব দেশ আইসিসির সহযোগী সদস্য নয়। তাছাড়া কয়েকটি দেশ আইসিসির সহযোগী সদস্য হলেও টি-২০ ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০০-য় নেই। কয়েকটি ফুটবল খেলিয়ে দেশ আবার অন্য দেশের সঙ্গে একজোট হয়ে ক্রিকেটে মাঠে নামে।