Poila Boisakh History:ܫ বাঙালির বাঙালিয়ানা উদযাপনের এক বড় পার্বণ বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ দিয়ে শুরু এই বিশেষ দিনটির মাহাত্ম্য এতটাই যে আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পালিত হচ্ছে পয়লা বৈশাখ। বাংলা সন অনুযায়ী বৈশাখ মাস বছরের প্রথম মাস। আর পয়লা অর্থ হল প্রথম। সেই হিসেবে পয়লা বৈশাখ বছরের প্রথম দিনকে চিহ্নিত করে। তবে বাংলা নববর্ষের শুরুর পিছনে কিন্তু বড় অবদান ছিল মুঘল সম্রাট আকবরের।
বদলে গেল হিজরি দিনপঞ্জি
💎আকবরেরর সময় সারা দেশে প্রচলিত ছিল হিজরি দিনপঞ্জি। এই দিনপঞ্জি মেনেই খাজনা আদায় করা হত। কিন্তু বাংলার ফসল চাষাবাদের সঙ্গে এই দিনপঞ্জির সময়ের একটা বিরোধ তৈরি হয়েছিল। হিজরি অনুযায়ী, যে সময় ফসল গোলায় থাকার কথা, বাংলায় তখনও ফসল থাকত মাঠে। ফলে খাজনা দিতে দেরি হতে চাষি ও প্রজাদের। এই পরিস্থিতিতে সম্রাট আকবর তৈরি করলেন এক নতুন দিনপঞ্জি। আকবরের তৈরি সেই দিনপঞ্জি থেকেই বাংলা বর্ষগণনার সূচনা হয়েছে বলে মনে করা হয়।
প্রথম নাম ছিল ‘তারিখ-ই-ইলাহি’
🙈ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করেই নয়া ক্যালেন্ডার প্রবর্তন করেন আকবর। প্রথমে আকবরের পঞ্জিকা বা ক্যালেন্ডারের নাম ছিল ‘তারিখ-ই-ইলাহি’। মাসগুলির নামও ছিল অন্য। আর্বাদিন, কার্দিন, বিসুয়া, তীর ইত্যাদি নামে পরিচিত ছিল নামগুলি। কিন্তু সেগুলি বদলে মাসের নাম বিভিন্ন বাংলা নামে রাখার রীতি প্রচলিত হয়েছিল। কিন্তু ইতিহাসের ঠিক কোন সময়ে মাসের নাম বাংলা নামে রাখা হল, তা খুব স্পষ্ট করে জানা যায় না। তবে আকবরের এই ‘তারিখ ইলাহি’র প্রবর্তনকাল ছিল ১৫৮৪ খ্রিষ্টাব্দের ২১ মার্চ।
গৌড়ের রাজার সঙ্গে যোগ
𓄧তবে অন্য আরেক তত্ত্ব অনুযায়ী, বাংলার গৌড়ের রাজা শশাঙ্ক বাংলা সনের উৎপত্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন বলে মনে করা হয়। মনে করা হয়, তাঁর আমলেই বাংলা ক্যালেন্ডার প্রাধান্য পেতে শুরু করে।