ওয়াকফ বিল নিয়ে ইতিমধ্যে দেশের বহু জায়গায় প্রতিবাদ দেখা গিয়েছে। সদ্য ওয়াকফ বিলের প্রতিবাদে মুর্শিদাবাদে রণ💧ক্ষে🐓ত্রের ছবি দেখা যায়। উত্তপ্ত পরিস্থিতিতে মুর্শিদাবাদে ৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ওপার বাংলায় ‘খেলাফত মজলিস’, ‘ইসলামি আন্দোলন বাংলাদেশ’র মতো সংগঠন সরব হতে শুরু করেছে।
বাংলাদেশের ‘ইসলামি আন্দোলন' সংগঠনের তরফে বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। সংগঠন ভারতের ওয়াকফ বিল নিয়ে খুলেছে মুখ। ইসলামি আন্দোলনের মহাসচিব বলেন, ‘ভারতের প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরও কিছু 🍌করণীয় আছে।' উল্লেখ্য, এই বাংলাদেশেই সংখ্যালঘু নির্যাতন ইস্যু ঘিরে পর পর ঘটনা উঠে এসেছে গত কয়েক মাসে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এদিকে, বাংলাদেশের আরও এক সংগঠন খেলাফত মজলিস ঘোষণা করেছে, তারা বুধবার ঢাকায় একটি মিছিলের আয়োজন করেছে। সেই মিছিল এগোবে ঢাকায় ভারতীয় দূতাবাসের দিকে। উল্লেখ্য, মঙ্গলবার রয়েছে নববর্ষ। তারপরই বুধবার রয়েছে এই কর্মসূচি। সদ্য বাংলাদেশের খলাফত মজলিস জানিয়েছে, তারা গণমিছিল ও একটি স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছে বুধবার। এই সংগঠনও ভারতের ওয়াকফ ইস্যুতে এমন কর্মসূচির ঘোষণা করেছে।
উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশে ইজরায়েলের বিরোধিতা দেখা যায়। গাজা যুদ্ধ ঘিরে ইজরায়েলের বিরোধিতার জেরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কেএফসি, পিৎজা হাট, বাটার শোরুমে ত𝓡াণ্ডব চালায় একদল জনতা। বাটার শোরুম থেকে জুতো লুটেরও অভিযোগ ওঠে।𒅌 সেই জুতো পরে ফেসবুকে ছবি দিয়ে বিক্রির চেষ্টা করতেই পুলিশ অভিযুক্তদের ধরপাকড় করে। গোটা দেশে ইজরায়েল বিরোধিতায় দোকান ভাঙচুরের জেরে ঢাকায় ৪৯ জন গ্রেফতার হয়। সেই ঘটনার পর রেশ গিয়ে পড়ে পাকিস্তানেও। পাকিস্তানে ইজরায়েলের বিরোধিতা করে পর পর কেএফসির দোকানে হামলা চালানো হয়। লোহার, করাচি সহ সেদেশের বহু জায়গায় এমন ঘটনা ঘটে যায়।