আবাসিক কমপ্লেক্𒀰স নয়, যেন কুস্তির আখড়া।আবাসনেরই দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা হয়েছে। তা নিয়ে কথা কাটাকাটি থেকেই শুরু হয়েছে হাতাহাতি। এক মহিলার চুল ধরে টেনে ধরে রেখেছেন অন্য জন। এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ার সেই ভিডিও সম😼্প্রতি ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডার ১৬৮ নম্বর সেক্টরের পারস সিজন সোসাইটিতে।ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলার চুল ধরে মারছেন অন্য মহিলা। চারদিক থেকে বাধা আসলেও সে সবের তোয়াক্কা করছেন না ওই মহিলা। তিনি তার মতো অন্য মহিলার চুল ধরে টানছেন এবং চিৎকার করেছেন। 🍒গোটা ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আর সেটি ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, একজন মহিলাকে জোর করে আর এক মহিলা চুল ধরে মাটিতে চেপে বসিয়ে রেখেছেন। চুলের মুঠি ধরেই তিনি চিৎকার করে বলছেন, 'পুলিশ ডাকো, পুলিশ ডা🎶কো, ওর সাহস কী করে হল?'
সোসাইটির অন্যান্য বাসিন্দারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্তর চেষ্টা করলেও কোন লাভ কিছু হয়নি। তবে বোঝা গিয়েছে, যে মহিলা নীচে বসে পড়েছিলেন তিনি অন্য মহিলার মাকে উদ্দেশ্য করে কোনও অশ্লীল মন্তব্য করেছিলেন। তাতেই রেগে গিয়ে এই কীর্তি করেন অন্য মহিলা। তাঁকে বারবার বলতে শোনা যায়, 'পুলিশ কো বুলাও, মা কো গালি দি হ্যায় মেরে। মা কো গালি ক্যায়সে দি।' সেখানে উপস্থিত অন্যরা যখন ওই🍌 আক্রমণকারী মহিলাকে অনুরোধ করছেন আর এক মহিলার চুল ছেড়ে দেওয়ার জন্য তখন তা𒅌ঁদের তিনি হুমকি দেন। বলেন, প্রয়োজন হলে তাঁদের চুলও টেনে ধরবেন।
জানা গেছে, ঘটনার একদিন আগে হোয়াটস অ্যাপ কল নিয়ে দুই মহিলার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অভিযোগ, অশ্লীল ভাষা ব্যবহার করে তর্কাতর্কি হয়, যা উত্তেজনার সূত্রপা𒈔ত করে। তার ফলেই দুই মহিলার মধ্যে সংঘর্ষ হয়।এদিকে, ভিডিও ভাইরাল হতেই তৎপর হয় নয়ডা পুলিশ। ইতিমধ্যে দুই মহিলাকে শনাক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।