মুর্শিদাবাদ হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারকে তোপ দেগে রাস্তায় নেমেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তবে তাঁর দলই আবার এই ইস্যুতে মমতা বন্দ্যোরাধ্যায়ের সরকারকে সরাসরি দোষারোপ করতে চাইছে না। এমনকী কংগ্রেস সদর দফতরে সাংবিক সম্মেলন চলাকালীন এই সংক্রান্ত প্রশ্ন করা হলে কংগ্রেস মুখপাত্র প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেছিলেন, 'এখন এটা আমাদের ইস্যু নয়।' এই পরিস্থিতে এবার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি মুখ খুললেন। তাঁর বক্তব্যে শান্তি ফেরানোর বার্তা ছিল। এরই সঙ্গে নাম না করে মমতার তোলা অভিযোগের ভিত্তিতে প্রশ্নও তোলেন তিনি। (আরও পড়ুন: 🐷'নকল ইমামদের কি ইমামি বলা যায়?' মমতার বৈঠকের ছবি দিয়ে প্রশ্ন BJP নেতার)
আরও পড়ুন: 🥂‘রাজ্য সরকারের চরম ব্যর্থতা’, বাংলায় ওয়াকফ হিংসা নিয়ে মমতাকে তোপ জগদম্বিকা পালের
বার্তাসংস্থা এএনআইকে প্রমোদ তিওয়ারি বলেন, 'মুর্শিদাবাদে যা ঘটেছে তাতে আমার হৃদয় ব্যাথিত... যে কোনও ব্যক্তির দ্বারা, যে কোনও জায়গায়, যে কোনও রূপে সহিংসতা করা উচিত নয়। এটা পূর্ণ শক্তি দিয়ে বন্ধ করা উচিত। যারা তাদের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন, তাদের কর্তব্য পালন করা উচিত ছিল। কিন্তু প্রশ্ন হল, যে গুরুতর অভিযোগ সামনে আসছে, তা কি সঠিক? এটা কি সত্যি যে এই সহিংসতা তাদের দ্বারাই করানো হয়েছিল যাদের দায়িত্ব ছিল সহিংসতা বন্ধ করা? যদি এটা সত্য হয়, তাহলে এটা আমাদের জাতির জন্য ভালো লক্ষণ নয়।' (আরও পড়ুন: ♏মন্দিরের সামনে থেকে ষাঁড় চুরি রুখতে গিয়ে 'খুন' পুলিশের চালক, জখম ২ পুলিশকর্মী)
আরও পড়ুন: 🗹'বিহারের মানুষ চায় না যে রাজ্যটা বাংলা হয়ে যাক', মমতার সরকারকে 'অপমান' মন্ত্রীর?
আরও পড়ুন: 🐻পাকিস্তানকে কাছে পেয়ে ভারতের সাথে 'শত্রুতা' বাংলাদেশের? ঢাকাকে হুঁশিয়ারি দিল্লির
এর আগে ১৬ এপ্রিল ইমামদের বৈঠকে মুর্শিদাবাদের হিংসার জন্যে কেন্দ্রীয় সরকার এবং বিএসএফকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন বিএসএফ টাকা দিয়ে নাকি পাথর ছুড়িয়েছে মুর্শিদাবাদে। এরই সঙ্গে অমিত শাহকে আজ কটাক্ষ করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাদেশের ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রীর গোপন বৈঠক করতেই পারেন। দেশের ভালো হলে ভালো। কিন্তু আপনাদের উদ্দেশ্যটা কী? অন্য দেশ থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না?' মমতা আরও বলেন, 'সীমান্ত এলাকায় বিএসএফ কাকে কাকে হাত করেছে। কিছু বাচ্চা ছেলেকে ৫-৬ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে।' (আরও পড়ুন: ♕টাইমের ১০০ প্রভাশালীর তালিকায় ইউনুস, নেই কোনও ভারতীয়, তবে আছে ভারত যোগ)
আরও পড়ুন: ♏'বাঙালি হিন্দুদের জন্যে হুমকি মমতা', ওয়াকফ হিংসার আবহে তীব্র আক্রমণ মিঠুনের
💙এরপর মুখ্যমন্ত্রী বলেন, 'আমি এএনআই-এর একটি টুইট দেখেছি যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে যে বাংলাদেশের সাথে জড়িত। যদি এটি সত্যি হয়, তাহলে এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। সীমান্তের দেখাশোনা করে বিএসএফ, রাজ্য সরকার নয়। কেন বিজেপির লোকদের বাইরে থেকে এসে গোলমাল করতে এবং পালিয়ে যেতে দেওয়া হল?' মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, 'প্ররোচনা দেওয়া হয়েছে। যেখানে গণ্ডগোল হয়েছে, সেটা মুর্শিদাবাদ আসন নয়, মালদহের আসন। কংগ্রেসের জেতা আসন। জেতার সময় জিতবে। দাঙ্গা হলে রাস্তায় বেরবে না। তৃণমূল কংগ্রেস যদি অশান্তি করত, তাহলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি আক্রান্ত হত না। পার্টি অফিসও ভাঙা হত না।'