গত ১৭ জানুয়ারি স্পেস ডকিং এক্সপেরিমেন্টে বড় সাফল্য পেয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবার সেই সাফল্যের ভিডিয়ো প্রকাশ করল ইসরো। এই ভিডিয়োতে মহাকাশে উপগ্রহগুলির সংযোজন ধরা পড়েছে। এরপরে ইসরোর নতুন চেয়ারপার্সন ভি নারায়ণনের একটি বার্তা রয়েছে তাতে। উল্লেখ্য, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে এস সোমনাথের জায়গায় ১৪ জানুয়ারি থেকে দায়িত্ব সামলেছে নারায়ণন। ১৯৮৪ সালে ইসরোতে যোগদান করেছিলেন তিনি। ইসরো প্রধান এবং মহাকাশ বিভাগের সচিবের পাশাপাশি আগামী ২ বছরের জন্যে স্পেস কমিশনের চেয়ারম্যান পদও সামলাবেন ভি নারায়ণন। মহাকাশে স্যাটেলাইট ডকিংয়ের এই কৃতিত্বকে অর্জন করার জন্য স্পেস এজেন্সি দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত ভিডিয়োর ক্যাপশনে ইসরো লিখেছে, '২০২৫ সালের ১৬ জানুয়ারি ভোরে দুটি স্প্যাডেক্স উপগ্রহের (এসডিএক্স -০১ এবং এসডিএক্স -০২) ডকিং সফলভাবে সম্পন্ন করেছে ইসরো।' (আরও পড়ুন: সপ্তম চেষ্টাতেও কেন ভেঙে পড়ে স্টারশিপ? স্পেসএক্🌠൩স রকেটের 'রোগ' ধরলেন মাস্ক)
এর আগে একাধিকবার এই ডকিংয়ের প্রচেষ্টা পিছিয়ে গিয়েছিল। তবে ১৬ জানুয়ারি অবশেষে ইসরোর দুই স্যাটেলাইট মহাকাশে যুক্ত হল। উল্লেখ্য, শ্রীহরিকোটা থেকে ইসরোর ৯৯তম উৎক্ষেপণটি হয়েছিল গত ২০২৪ সালের ৩০ ডিসেম্বর। সেই অভিযানে পিএসএলভি সি৬০-র মাধ্যমে সফলভাবে দুটি মহাকাশযানকে একটি বৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেই উৎক্ষেপণের ফলে মহাকাশে যেই দু'টি স্যাটেলাইট পৌঁছেছে, সেই দু'টির ডকিং প্রক্রিয়াই এই অভিযানের মূল লক্ষ্য ছিল। তবে এখনও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইসরো। উল্লেখ্য, প্রাথমিক ভাবে এই ডকিং অভিযানে কিছুটা হোঁচট খেতে হয়েছিল ইসরোকে। তবে এখন সব প্রক্রিয়া মসৃণ ভাবে চলছে বলে দাবি করেছে ইসরো। এর আগে গত ৭ এবং ৯ জানুয়ারি ইসরোর তরফ থেকে দু'বার ডকিংয়ের চেষ্টা চালানো হয়েছিল। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই প্রক্রিয়া পরিত্যাগ করা হয়। এই আবহে আশঙ্কা করা হচ্ছিল, এই অভিযানে হয়ত লক্ষ্য পূরণের আগেই ইসরো হাল ছেড়ে দেবে এবং ডকিংয়ের চেষ্টা করা হবে না। তবে ইসরো হাল ছাড়েনি। (আরও পড়ুন: TMC কাউন্সিলরের 'হাতিবাড়ি বিতর্কে'র আঁচ পুরসভা𓆏য়, প্রশ্ন উঠল সজলের বাড়ি নিয়েও)