🅠 বাংলাদেশে ‘হাউস অফ হরর’র বহু সময় উল্লিখিত হয়েছে ‘আয়নাঘর’। শেখ হাসিনার আমলে এই আয়নাঘরের সক্রিয়তা ছিল বলে বহু মিডিয়া রিপোর্ট দাবি করে। এবার খবর, শেখ হাসিনা পরবর্তী আমলে সেই আয়নাঘর পরিদর্শন করতে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। রবিবারই ঢাকায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত কমিশনের সদস্যরা। তারপরই আয়নাঘর পরিদর্শনে যাওয়ার কথা মহম্মদ ইউনুস তাঁদের জানিয়েছেন বলে জানা গিয়েছে।
💖রবিবার ঢাকার যমুনায় মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশে গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। এদিন বিকেল সাড়ে ৫ টায় এই বৈঠক আয়োজিত হয়। বাংলাদেশে গুমের ঘটনা সম্পর্কিত বিষয়ে তদন্তের অগ্রগতি নিয়ে ও কমিশনের সদস্যরা উপদেষ্টাকে অবহিত করেন। আয়নাঘর বা 'জায়েন্ট ইন্টারোমেশন সেল' ঘিরে বাংলাদেশে একাধিক মিডিয়া রিপোর্ট এসেছে। এদিকে, শেখ হাসিনার গদিচ্যুতি হতেই বাংলাদেশে নবগঠিত সরকারের আওতায় গুম কমিশন সেদেশে গুমের শিকার হওয়ার অভিযোগ নিয়ে নানান ঘটনার তদন্তে নামে। রবিবারের বৈঠকে বাংলাদেশে কয়েকটি গুমের ঘটনার বর্ণনাও কমিশনের সদস্যরা দিয়েছেন বলে খবর। সেখানে নৃশংসতার দিকটিও উঠে আসে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কমিশনের সদস্যরা আয়নাঘর পরিদর্শন করার আহ্বানও জানিয়েছেন। তার জবাবে মহম্মদ ইউনুস জানান, ‘ আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’
🌳এদিকে, ‘যমুনা টিভি’ সহ একাধিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, গুম কমিশনের তদন্তে উঠে এসেছে বাংলাদেশে এক ৬ বছরের শিশুকে গুমের বর্ণনা। কমিশনের সদস্যরা মহম্মদ ইউনুসকে জানান, তিনি ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন। সেই বার্তাতেই সায় দিয়েছেন মহম্মদ ইউনুস। এদিকে, উইকিপিডিয়ার তথ্য বলছে, ১৪ আগস্ট, ২০২২-এ, সুইডেন -ভিত্তিক স্বাধীন এক নিউজ পোর্টাল একটি রিপোর্টে দাবি করে যে, ‘আয়নাঘরে' বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করা হয়। এরপর নানান সময়ে বহু রিপোর্ট এই আয়নাঘর নিয়ে উঠে আসে।