꧋ নীতা আম্বানি বেটার হাফ মুকেশ আম্বানির সঙ্গে এদিন ডোনাল্ড ট্রাম্পের প্রাক শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ডিনার পার্টিতে অংশ নিয়েছিলেন। তবে এদিন নজর কাড়ল তাঁর সাজ। যদিও এটাই প্রথম নয়। তিনি বরাবরই তাঁর স্টাইল স্টেটমেন্ট দিয়ে তাক লাগিয়েছেন। এদিনও তার অন্যথা হল না।
আরও পড়ুন: 🙈প্রথমে সিঁড়ি তারপর পাইপ বেয়ে ১২ তলায় উঠেছিল সইফের হামলাকারী! তদন্তে উঠে এল আর কোন তথ্য?
কী ঘটেছে?
ಞডোনাল্ড ট্রাম্পের যে প্রাক শপথ গ্রহণ অনুষ্ঠানে ১০০ জন বিশেষ অতিথি নিমন্ত্রিত ছিলেন তাঁদের অন্যতম ছিলেন আম্বানি পরিবার। এই ক্যান্ডেল লাইট ডিনার ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হল। গত ১৮ জানুয়ারি তাঁরা সেখানে পৌঁছেছেন। আগামী ২০ তারিখ আবারও আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।
🌼এদিন এই ক্যান্ডেল লাইট ডিনার উপলক্ষে নীতা আম্বানি একটি কালো শাড়ি পরেছিলেন। সঙ্গে ছিল নজরকাড়া গয়না। বলাই বাহুল্য তিনি এদিন রীতিমত একটি ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছিলেন।
💟এদিন এই কালো সিল্কের শাড়িতে সোনালি জরির বর্ডার এবং গোলাপি বর্ডার দেখা যায়। কালো ফুল স্লিভ ব্লাউজ পরেছিলেন তিনি এটার সঙ্গে। নিয়েছিলেন একটি কালো কোট।
🎉সঙ্গে এদিন পরেছিলেন হীরের নেকলেস। তবে তাতে মধ্যমণি হয়ে ছিল পেল্লাই সাইজের একটি পান্না। কানে পান্নার কানের এবং ম্যাচিং হাতের চুরি পরেছিলেন তবু। এছাড়া আঙুলে একটি আংটিও দেখা যায় তাঁর। আর গোটা সাজ নীতা আম্বানি একটি কালো ছোট হ্যান্ডব্যাগ দিয়ে পূর্ণ করেছিলেন। কপালে ছিল ছোট টিপ একটা এবং হালকা মেকআপে বলাই বাহুল্য নজর কেড়েছেন নীতা আম্বানি।
🍬নীতা আম্বানি যে কেবল একজন সফল ব্যবসায়ী সেটা নয়। তিনি একজন ফ্যাশনিস্তাও বটে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সাজ, পোশাক, গয়না বারবার নজর কেড়েছে নেটপাড়া।
আরও পড়ুন: 💎শরীরে থাবা বসিয়েছে ক্যানসার, তাও ‘অল দ্যাট ব্রিথস’র পরিচালক শৌনক বললেন, ‘ছদ্মবেশী আশীর্বাদ’! কেন?
🅘মুকেশ আম্বানিকে এদিন সাদা শার্ট এবং কালো স্যুটে দেখা যাচ্ছে। তাঁদের এদিন একসঙ্গে একাধিক ছবি তুলতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে ছিলেন অন্যান্য আমন্ত্রিতরাও।