෴ দীর্ঘদিনের সম্পর্ক অবশেষ পরিণতি পেতে চলেছে। রবিবার, ১৯ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শ্বেতা ভট্টাচার্য। প্রকাশ্যে এল তাঁর বিয়ের লুক।
আরও পড়ুন: 🌜'বেশ্যাকে কেন বেশ্যা বলা যাবে না?', কেন এই দাবি করেছিলেন বার্থডে বয় অঞ্জন?
শ্বেতা ভট্টাচার্যর বিয়ের লুক
🌱এদিন ওয়েডিং বার্ডলেন্স ফটোগ্রাফির তরফে শ্বেতা ভট্টাচার্যর বিয়ের লুক প্রকাশ্যে আনা হল। অভিনেত্রীকে দেখা যাচ্ছে টুকটুকে লাল বেনারসি পরে থাকতে। সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ পরেছেন তিনি। মাথায় লাগানো লাল নেটের ওড়না। গা ভর্তি সোনার গয়না তাঁর। রয়েছে শোলার মুকুট থেকে হাত ভর্তি মেহেন্দি।
🐈এদিন রুবেল যখন বরবেশে ঢোকেন বিয়ের আসরে তখনই অভিনেত্রীকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির গান চোখ তুলে দেখো না কে এসেছে গানটিতে নাচছেন।
𝐆অন্যদিকে রুবেল পরেছিলেন সাদা সিল্কের পঞ্জাবি এবং ধুতি। তাঁদের দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা যায়। তাঁদের সিঁদুরদানের মুহূর্তও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
🉐তাঁর বিয়ের লুক প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরিয়েছেন তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'কী মিষ্টি লাগছে।' কেউ আবার লেখেন, 'দারুণ দেখাচ্ছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'নতুন জীবন খুব সুখের হোক। ভালো থেকো।'
💎এই বিষয়ে জানিয়ে রাখা ভালো শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস যমুনা ঢাকি সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন। তাঁদের সম্পর্কের কথা জানার পর তাঁদের অনুরাগীরা দারুণ খুশি হন। মাঝে রুবেল যখন শ্যুটিংয়ে পা ভাঙেন বা অসুস্থ হয়ে পড়েন তখন অভিনেত্রী ঢাল হয়ে তাঁর পাশে ছিলেন। এদিন অবশেষে তাঁদের এতদিনের সম্পর্ক নতুন পরিচয় পেতে চলেছে।
ღবিয়ের সকালে শ্বেতা ভট্টাচার্যকে গায়ে হলুদের সময় হলুদ শাড়িতে দেখা গিয়েছে। এছাড়া তাঁর আইবুড়ো ভাত থেকে মেহেন্দি সহ সমস্ত অনুষ্ঠানের ছবিই প্রকাশ্যে এসেছে। রুবেলের গায়ে হলুদের ভিডিয়ো রীতিমত ভাইরাল।