🔥 ১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী। এই বছর তাঁর ৯০ তম জন্মবার্ষিকী। তিনি এই নশ্বর পৃথিবীতে না থাকলেও থেকে গিয়েছে তাঁর কাজ, তাঁর কথা। আর তাই এমন একটি দিনে আচমকাই ভাইরাল হল তাঁর পাঠ করা একটি কবিতার পুরনো ভিডিয়ো।
কী ঘটেছে?
🏅এদিন আচমকাই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পোস্ট করা একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে ট্রেনে বসে আবৃত্তি করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই তাঁর পোস্টে জানিয়েছেন এই ভিডিয়োটি সেইদিনের যখন তাঁরা বেলাশুরু ছবির শ্যুটিং সেরে ফিরছেন সেই সময়ের।
ওভাইরাল ভিডিয়োতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুরন্ত আশা কবিতাটি পাঠ করতে দেখা যাচ্ছে মানসী কাব্যগ্রন্থ থেকে। তাঁর পাশে বসে আছেন উক্ত ছবিতে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করা স্বাতীলেখা সেনগুপ্ত। প্রসঙ্গত বাংলা বিনোদন জগতের এই দুই কিংবদন্তি অভিনেতাদের কেউই আর আজ আমাদের মধ্যে নেই।
♚এদিন সৌমিত্র চট্টোপাধ্যায় যখন আবৃত্তি করছিলেন তখন সেটার ভিডিয়ো করতে দেখা যায় বেলাশুরু ছবিতে থাকা তাঁর সহ-অভিনেতাদের। ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায় সকলেই ক্যামেরা তাক করে রেখেছেন বাঙালির 'ফেলুদা'র দিকে। অন্যদিকে নন্দিতা রায়কে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেতার দিকে।
কে কী বলছেন?
💛এক ব্যক্তি এই ভিডিয়ো দেখে নস্টালজিক হয়ে পড়েন। স্মৃতি হাতড়ে লেখেন, 'এই দিন মাতারা এক্সপ্রেস যখন ব্যান্ডেলে দাঁড়িয়েছিল, আপনাদের দেখেছিলাম, প্রথম বগিতে ছিলেন। এই ছবি দেখে মনে পড়ল। বেলাশুরুর শ্যুটিং করে ফিরছিলেন। অফিস ফিরতি পথে সেই পরম পাওয়া! অমলিন সুন্দর সেই স্মৃতি।' আরেকজন লেখেন, 'আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা সহ প্রণাম জানাই। এই ছবিটি আমি দেখিনি কিন্তু সবার মুখে শোনার পর মনে হয়েছে বেলাশুরু আমার মা, বাবার গল্প। ট্রেলার এ স্বাতীলেখা সেনগুপ্ত কে দেখে মনে হচ্ছিল আমি আমার মাকে দেখছি। আমার মায়ের হাতের ওই আঙ্গুল কাঁপা, বাবাকে জিজ্ঞেস করা তুমি আমার বরকে দেখেছো সব হুবহু এক। বাবার ধৈর্য ও আমার সেবা যত্ন দিয়ে মা কে এইভাবেই আমরা আগলে রেখেছিলাম।আজ দুজনেই না ফেরার দেশে।'
আরও পড়ুন: 🥀বক্স অফিসে খরা কাটল কঙ্গনার! দ্বিতীয় দিনেও জমাটি ব্যবসা ইমারজেন্সির, কত লক্ষ্মীলাভ হল?
🔴প্রসঙ্গত সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত দুজনের প্রয়াণের পর ২০২২ সালে মুক্তি পায় বেলাশুরু ছবিটি। বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল এক ছবি।