সংসদের বাজেট অধিবেশনের প্রথম অংশটি ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গিয়েছে রিপোর্টে। এর মধ্যে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে বাজেট অধিবেশনের প্রথম ভাগে সংসদ বন্ধ থাকবে ২, ৫, ৮, ৯ এবং ১২ ফেব্রয়ারি। এদিকে রিপোর্ট অনুযায়ী, সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ শুরু হতে পারে ১০ মার্চ থেকে। তা চলতে পারে ৪ এপ্রিল পর্যন্ত। এর মাঝে সংসদ বন্ধ থাকবে ১৪ থেকে ১৬ মার্চ, ২-২৩ মার্চ, ২৯ থেকে ৩১ মার্চ। (আরও পড়ুন: কালিয়াচকে তৃণমূল কর্মী খুনের ৩ দিন ওপর 'মূল অভিযুক্ত' ধরা পড়ল নিজেরই বাড়ি থেকে)
এদিকে অধিবেশনের প্রথম পর্বে ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তারপরে অধিবেশনের প্রথম অংশ জুড়ে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা হবে উভয় কক্ষে। সংসদের দুটি কক্ষে প্রধানমন্ত্রীর জবাব দিয়ে শেষ হবে এই অধিবেশন। এদিকে এবারের বাজেটে আয়কর ছাড় থেকে শুরু অষ্টম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। (আরও পড়ুন: TMC কাউন🎐্সিলরের 'হাতিবাড়ি বিতর্কে'র আঁচ পুরসভায়, প্রশ্ন উঠল🅺 সজলের বাড়ি নিয়েও)
আরও পড়ুন: যুদ্ধবিরতির🌊 বিপক্ষেও ভোট পড়ল ইজরায়েলি ক্যাবিনেটে, তবে অবশেষে ম🍷িলল সবুজ সংকেত
সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়, ১৫ লাখ টাকা পর্যন্ত উপার্জন করা করদাতাদের ছাড় দেওয়া হতে পারে বাজেটে। রয়টার্সকে দুই সরকারি কর্মী বলেন, '১৫ লাখ টাকা পর্যন্ত যাদের আয় করা ব্যক্তিদের আয়করে ছাড় দেওয়া হতে পারে।' এর ফলে বিশেষত শহরের মধ্যবিত্ত চাকরিজীবীরা উপকৃত হবেন। তবে ২০২০ সালে চালু হওয়া নতুন কর কাঠামোর আওতাভুক্ত করদাতাদেরই এই ছাড় দেওয়া হতে পারে। (আরও পড়ুন: সপ্তম চেষ্টা♏তেও কেন ভেঙে পড়ে স্টারশিপ? স্পেসএক্স রকেটের 'রোগ' ধরলেন মাস্ক)
আরও পড়ুন: মহাকাশে কীভাবে স্যাটেলাইট ডকিং? ভিডিয়ো প্রক🥂াশ ইসরোর, কী বার্তা নয়া ডিরেক্টরের?
এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের ভাতা সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে ২০২৫ সালের বাজেট ঘোষণার কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন অনুমোদনের ঘোষণা করলেও তা কবে স্থাপন করা হবে তার সঠিক তারিখ এখনও ঘোষণা🌠 করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য ঘোষণা করেছেন, ২০২৬ সালের মধ্যে কমিশন গঠন করা হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন চালু হওয়ার বিষয়টি দেখভালের জন্য শীঘ্রই চেয়ারম্যান ও দু'জন সদস্য নিয়োগ করা হবে। এই আবহে বাজেটে এই সংক্রান্ত কোনও ঘোষণা করা হয় কি না, তার ওপরে নজর থাকবে অনেকেরই।