সমর্থকরাই যে মোহনবাগান ক্লাবের আত্মা, সেটা একক💮থায় স্বীকার করে নেন ফুটবলার থেকে কর্মকর্তারা। সাফল্যে শুধু নয়, বরং বর্থতার সময়েও দলের পাশে থাকা সমর্থকরাই ফুটবলারদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেত🐈ে অনুপ্রেরণা জোগান, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
মোহনবাগান ক্লাব বরাবর জাতীয় স্তরে সাফল্য এনে দিয়ে সমর্থকদের খুশি উপহার দিয়ে আসে। এমনকি ট্রফি জয়ের পরে সমর্থকদের সঙ্গে ফুটবলারদের একাত্ম হয়ে যাওয়ার ছবিও দেখা গিয়েছে অতীতে। এবার নববর্ষের আগেই আইএসএল ট্রফি জিতে সমর্𒊎থকদের পয়লা বৈশাখের উপহার দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে নববর্ষের দিনে অনুরাগীদের জন্য আরও বড়সড় চমক রাখছে সবুজ-মেরুন শিবির।
এমনিতে মোহনবাগান ক্লাবের তাঁবু সমর্থকদের জন্য হামেশাই খোলা থাকে। পয়লা বৈশাখের দিনেও ক্লাব তাবুতে সমর্থকদের ভিড় চোখে পড়বে নিশ্চিত। কেননা বছরের প্রথম দিনে ক্লাব তাঁবুতেই ꦺরাখা থাকবে আইএসএলের ট্রফি। ঠিক যেমনটা লিগ শিল্ড জয়ের পরে স্মারক রাখা ছিল মোহনবাগান তাঁবুতে।
এবার শিল্ড ও কাপ, দু'টিকেই ক্লাব তাঁবুতে একসঙ্গে চাক্ষুষ করার সুযোগ পাবেন মোহনবাগান সমর্থকরা। কেননা পয়লা বৈশাখে লিগ শিল্ড ও আইএস🐲এলের কাপ, দুটিই আনা হবে ক্লাব টেন্টে, এমনটাই জানিয়েছেন সচিব দেবাশিস দত্ত।
ক্লাবের তরফে জানানো হয়েছে যে, সমর্থদের জন্যই এই বিশেষ ব্যব🥂স্থা করা হচ্ছে। সমর্থকরা শুধু লিগ শিল্ড ও আইএলএল কাপ সামনে থেকে দেখার সুযোগ পাবেন এমনটাই নয়, বরং ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন। আইএসএলজয়ী দলের কয়েকজন ফুটবলারও মঙ্গলবার ক্লাব তাঁবুতে উপস্থিত থাকতে পারেন। যদিও বিদেশি ফুটবলারদের দেশে ফিরে যাওয়ার কথা ইতিমধ্যেই। তবে ভারতীয় ফুটবলারদের কয়েকজন সমর্থকদের সামনে হাজির হতে পারেন ১৫ এপ্রিল।
অর্থাৎ, ভাগ্য সুপসন্ন থাকলে শুধু আইএসএলের লিগ শিল্ড ও ট্রফির সঙ্গে ছব♛ি তোলারই নয়, বরং সুপারস্টার ফুটবলারদের সঙ্গে সাক্ষাতেরও সুযোগ পেয়ে যেতে পারেন মোহনবা𓆉গানপ্রেমীরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।