Hindustan Hindi News

প্যারিস অলিম্পিক্স গেমস

২৬ জুলাই - ১১ অগস্ট

পদক তালিকা

Loading...
উল্লেখ্য, ১৯০০ সাল থেকে ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্স পর্যন্ত ভারত মোট ৩৫টি পদক জিতেছে। সার্বিকভাবে পদক তালিকায় ৫৭ নম্বরে আছে ভারত (২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্স পর্যন্ত)। স্বাধীনতার আগে ভারতের ঝুলিতে এসেছিল পাঁচটি পদক। ১৯০০ সালে প্যারিসে দুটি রুপো জিতেছিলেন নরম্যান প্রিটচার্ড। তাছাড়া ১৯২৮ সালে আমস্টারডাম, ১৯৩২ সালে লস অ্যাঞ্জেলস এবং ১৯৩৬ সালে বার্লিনে সোনা জিতেছিল ভারতের পুরুষ হকি দল। স্বাধীনতার পরে অলিম্পিক্সে ভারতের প্রথম পদক এসেছিল সেই হকিতেই। ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিক্সে জিতেছিল সোনা। আর স্বাধীনতার পরে প্রথম ব্যক্তিগত পদক পেয়েছিলেন কেডি যাদব। ১৯৫২ সালে হেলসিঙ্কিতে ব্রোঞ্জ পেয়েছিলেন। ভারতের প্রথম ব্𒁃যক্তিগত অলিম্পিক্স সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। ২০০৮ সালে বেজিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। টোকিয়ো অলিম্পিক্সে দ্বিতীয় সোনা জেতেন নীরজ চোপড়া। তবে একবিংশ শতকে ভারতের পারফরম্যান্স কিছুটা ভালো হয়েছে। ১৯০০ সাল থেকে ১৯৯৬ সাল প✤র্যন্ত অলিম্পিক্সে ১৫টি মেডেল জিতেছিল ভারত। ১১টিই এসেছিল পুরুষদের হকিতে। ২০০৮ সাল, ২০১২ সাল, ২০১৬ সাল এবং ২০২০ সাল মিলিয়ে ভারত মোট ১৮টি মেডেল জিতেছে। আগেরবার পর্যন্ত একটি অলিম্পিক্সে সবথেকে বেশি পদক জয়ের নজির গড়েছিল টোকিয়োয়। সাতটি পদক জিতেছিল।
CountryGoldSilverBronzeTotal

অলিম্পিকের খুঁটিনাটি

অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত পদক জিতেছিলেন কে?

খাশাবা দাদাসাহেব যাদব। , ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন।

ভারতের দ্বিতীয় ব্যক্তিগত অলিম্পিক্স মেডেলের সঙ্গে কলকাতা-যোগ ছিল, কে জিতেছিলেন?

কলকাতার ছেলে লিয়েন্ডার পেজ ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন।

ভারতের সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান কে?

আরতি সাহা। ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক্সে যখন অংশগ্রহণ করেছিলেন, তাঁর বয়স ছিল ১১ বছর ১০ মাস ৩০৫ দিন।

২০২৪ সালের অলিম্পিক্সে ভারতের সবথেকে সর্বকনিষ্ঠ প্রতিনিধি কে?

ধীনিধি দেশাইঘু, বয়স ১৪ (সাঁতার, মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল)।

অলিম্পিক্সেও ক্রিকেট খেলা হয়েছিল। কত সালে?

১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে ক্রিকেট ছিল। মাত্র দুটি দল ছিল। ২০২৮ সালে আবার ক্রিকেট ফিরবে।

caco88