বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। বুধের অবস্থানের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ যেমন দেখেন, তেমনই বহু রাশির ভাগ্যে উন্নতির রাস্তায় লড়াইও থাকে। আসন্ন সময়ে বুধের গোচর রয়েছে ২ বার। কোন সময়ে এই ২ বার গোচরে থাকবেন বুধ? তা দেখে নেব, তার আগে, দেখা যাক, বুধের পর পর ২ বার গোচরের ফলে 🍰কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন।
মেষ
আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে। আপনার কাজের দিক থেকে কিছু সঠিক সিদ্ধান্ত আসতে পারে। জীবনে নানান দিক থেকে এমন বহু সাফল্য আসবে, যা আপনার মনোবল বাড়িয়ে দেব🎃ে। কাজের সূত্রে কিছু সঠিক সিদ্ধান্ত এই সময় নিতে পারবেন। চাকরিরতরা পাবেন প্রমোশন। ব্যবসা বাড়িয়ে নিতে কিছু পরিকল্পনা সাফল্য় এনে দেবে।
কর্কট
এই সময় আপনার কাজ, ব্যবসা ভালোর দিকে যাবে। যাঁরা চাকর☂ি খুঁজছেন, তাঁরা পাবেন লাভ। ব্যবসায় ভালো সাফল্য আসতে পারে। আপনার আয় হু হু করে বেড়ে যাবে। ব্যবসায়ীরা বালো ধনলাভ করবেন। ব্যবসায়ীদের সময় ভালো কাটবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। কোথাও ধার্মিক যাত্রায় যেতে পারেন।
সিংহ
এই রাশি পরিবর্তন আপনার ভাগ্যের জন্য সব দিক থেকে ভালো। এই গোচর আপনার জন্য পদোন্নতি ডেকে 🦹আনবে। চাকরিরতদের এই গোচরের ফলে নানান দিক থেকে আসবে লাভ। চাকরির ဣজায়গায় মনের মতো কোথাও ট্রান্সফার হতে পারে। ব্যবসায়ীরা ভালো কোনও অর্ডার পেতে পারেন। যার ফলে ধনলাভের যোগ তৈরি হবে। ব্যবসারও বিস্তার হতে পারে।
কবে রয়েছে বুধের গোচর?
মꦉে মাসে ২ বার রএছে বুধের গোচর। ৭ মে ও ২৩ মে এই গোচর হবে। তারফলে বহু রাশিতে লাভের বন্যা বইবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর।🀅 এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস🤪 বাংলা। )