সোশ্যাল মিডিয়ায় নানা কারণে নানা সময় কটাক্ষের মুখে পড়তেಞ হয় অর্জুন কাপুরকে। একের পর এক ফ্লপ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, নানা কারণেই বিদ্রুপের শিকার হন তিনি। এবার ট্রোলারদের পাল্টা জবাব দিয়ে কী বললেন বনি পুত্র?
আরও পড়ুন: কাঞ্চন বর নয়, শ্রীময়ীꦐর 'বড় ছেলে'! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একি দাবি করলেন অভিনেত্রী?
ট্রোল নিয়ে কী জানালেন অর্জুন?
সম্প্রতি চলচ্চিত্র টকসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অর্জুন কাপুর জানিয়েছেন তাঁর গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে। এখন আর কোনও কটাক্ষ, বিদ্রূপ কিছুই আঘাত করে না তাঁকে। গায়েও লাগে না। এই বিষয়ে অভিনেতা জানান, 'আমার গা🐓য়ের চামড়া ভীষণ মোটা, আমার মনে হয় আমি একটা ক্লিকবেট কালচার তৈরি করেছি❀। আপনারা যদি সেই সব পেজে যান যেখানে আমায় নিয়ে লেখা হয়েছে, আমায় ট্যাগ করা হয়েছে তাহলে দেখবেন ওরা অনেক ট্র্যাকশন পেয়েছে সেটার থেকে। আমার নাম ব্যবহার করে কিছু দর্শককে টানতে পেরে ওরা খুশি হয়। সেই অর্থে আমি সহজ টার্গেট বলা যায়। আমি সমালোচনা ভালো ভাবে নিই। মানুষ সেটারই সুবিধা তোলে।'
তবে তাই বলে যে ট্রোল একেবারেই অর্জুন কাপুরকে ꦗআঘাত করে না সেটাও নয়। অভিনেতা জানিয়েছেন, 'মানুষের ধারণা আমি একজনের সন্তান, নিজের পরিচয় নেই। আর করোনার পর থেকে সেটা আরও বেড়েছে। এই ধরে নেওয়া বিষয়টা খুব বাজে। এটা আমি গত দুই বছরে বুঝেছি। বিষয়টা আমি গায়ে না মাখার চেষ্টা করেছি। আমার গায়ের চামড়া এখন মোটা হয়ে গেছে। কিন্তু তাও বিষয়টা আমায় প্রভাবিত করে। আমি সব ধরনের জ্যরের ছবি করার চেষ্টা করি, সব ছবিতেই ভালো কাজ করি সেটা নয়।'
অর্জুন কাপুরকে শেষবা𒈔র মেরে হাসবেন্ড কী বিবি ছবিতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে সেখানে ছিলেন রকুলপ্রীত সিং এবং ভূমি পেডনেকর। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এছাড়া আগামীতে অভিনেতাকে বনি কাপুরের নো এন্ট্রি ২ ছবিটিতে দেখা যাবে বরুণ ধাওয়ꦓান, দিলজিৎ দোসাঁঝের সঙ্গে।