সারেগামাপাতে অ🉐ংশ নিয়েছিলেন ২০২০ সালে। এরপর আর তাঁর পিছু ফিরে তাকাতে হয়নি। গানের জগতে বর্তমানে তি🌳নি এখন সুপ্রতিষ্ঠিত। আর সেই গায়িকা সম্প্রতি মায়ের একটি ইচ্ছেপূরণ করতে গিয়ে কটাক্ষের মুখে পড়েছেন। কিন্তু ঠিক কী ঘটেছে?
আরও পড়ুন: 'আদিদেব' এবার হিন্দি সিরিয়ালে, 'আনন🌠্দী' ছাড়ছেন ঋত্বিক?
কী জানালেন সমদীপ্তা?
সমদীপ্তা মুখোপাধ্যায় সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন তাঁর মা পয়লা বৈশাখ হিসেবে একটা উদ্যোগ নিয়েছেন। সেখানে একটা নির্দিষ্ট মেনু থাকছে, একই সঙ্গে তিনি সেটার দামও জানিয়েছেন। কিন্তু এরপর তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়। অনেকে ভেবেছেন যে তিনি তাঁর অনুরাগী, দর্শকদের ফ্রিতে খাওয়াতে চান। সেই জন্যই কেউ তাঁকে পরামর্শ দিয়েছেন যে এসব না করে নারায়ণ সেবা, গরিবদের খাওয়ানোর কথা, কেউ আবার প্রশ্ন তুলেছেন ফ্রিতে খাওয়ানো নিয়ে, কেউ আবার লিখেছেন কেন টাকা নেওয়া হবে সেই বিষয়ে। গোটাটা মিলিয়েই গায়িকাকে 'কদর্য' ভাষায় আক্রমণ করা হয়েছে বলেই তিনি এদিন জানান। আর সেটার বিরোধিতা 🅠করে জবাব দিতে এদিন ফের একটি ভিডিয়ো পোস্ট করেন।
সমদীপ্তা এদিন স্পষ্ট করে দেন যে তিনি কাউকে ধরে বে▨ঁধে বলেননি যে তাঁর মায়ের থেকে খাবার কিনতেই হবে। তিনি এও জানান তাঁর মা একটা ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি শুধু সেই উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। আর মায়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে এমন কদর্য আক্রমণের মধ্যে তাঁকে পড়তে হবে যে সেটা তিনি আশা করেননি। সমদীপ্তা জানান যে দিন দিন মানুষের ভাবনা, কথার মান পড়ছে। তিনꦐি গোটা বিষয়ের তীব্র বিরোধিতা করেন।
আরও পড়ুন: কাঞ্চন বর নয়, শ্রীময়﷽ীর 'বড় ছেলে'! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একি দাবি করলেন অভিনেত্রী?
কে কী বলছেন?
অনেকেই এদিন সমদীপ্তা এই পোস্টটি করাতে তাঁকে সমর্থন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনি ফেসবুকে পোস্ট করেছেন মানে যেসব মানুষ একটা স্মার্টফোন কিনে ফেসবুকে আপনার পোস্ট দেখতে পারেন শুধু তাদের জন্য। কিন্তু যাদের স্মার্টফোনে ফেসবুক করার ক্ষমতা নেই তারা আপনার পোস্ট জানবে কি করে? এটা বোঝার ক্ষমতা আমাদের নেই। তারা শুধু বোঝে আর খোঁজে যে কোথায় ফ্রিতে খাবার পাওয়া যায়। খুব কষ্ট হয় তাদের জন্য এই ভেবে যে তারা স্মার্টফোন আইফোন হাতে নিয়ে ফ্রিতে খাবার খুঁজে বেড়ায়।' আরেকজন লেখেন, 'যারা ওই ধরনের কমেন্ট করে তাদের বোধশক্তি নেই বললেই চলে, ওদের জন্য তোমার মূল্যবান সময় নষ্ট না করে সেই সময়টা নিজের সাধনা করলেই ভালো। তবে আজকে এই ভিডিওটি করে জবাবটা মুখের ওপর ভালোই দিয়েছ।' কেউ আবার লেখেন, 'মানুষজনের ভাবনাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনার মায়ের উদ্যোগকে আমি সম্মান করি। তাই বলি যে কিছু মহৎ কাজ শুরু করতে গেলে অনেকেই অনেক কিছু বলবে। আজকাল ফ্রিতে খাওয়াবেই বা কেন। ফ্রিতে খাওয়ালে সোস্যাল মিডিয়ায় কেউ পোস্ট করবে কি?' যদিও আরেক ব্যক্তি লেখেন যে সারেগামাপা খ্যাত গায়িকার বলার ভুলের দোষেই নাকি এমনটা༒ হয়েছে। তিনি লেখেন, 'ম্যাডাম একটা কথা বলব? জানি না বলাটা ঠিক হবে কিনা তাও লিখছি প্রথমত আপনার বক্তব্যটা ঠিক মতো বলা হয়নি বলেই আমার মনে হয়েছে। আমার মা খাওয়াতে চান, free তো হতেই পারে না এটা জেনেও প্রথম শুনে ঠিক ফ্রির মতোই লাগছিল। এটা প্রফেশনালই কেউ করলে ঠিক আছে, প্রফেশনালইও নয় আবার চার্জও লাগছে, ব্যাপারটা যেন কেমন কেমন, যাই হোক এই বিষয়টা আপনাকে তো একদম মানায়নি, আপনি যে লেভেলের কাজ করেন অত্যন্ত FB-তে যতোটুকু দেখতে পাই।'