༺ শিলিগুড়ির পর মালদা, ফের গাজনে হামলার অভিযোগ এল উত্তরবঙ্গ থেকে। ইংরেজবাজার শহরে গাজনের শোভাযাত্রায় অপর গোষ্ঠীর হামলায় ৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় সোমবার শহরের কৃষ্ণপল্লি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা জানিয়েছেন, এই ধরণের ঘটনা শহরে প্রথম।
♔প্রতি বছরের মতো সোমবারও চৈত্র সংক্রান্তিতে ইংরেজবাজার শহরে গাজনের হাজরা শোভাযাত্রা বেরিয়েছিল। শহরের কৃষ্ণপল্লির তুলসি মোড় এলাকায় হঠাৎ সেই শোভাযাত্রায় হামলা চালায় অপর গোষ্ঠীর লোকেরা। জানা গিয়েছে, শোভাযাত্রায় অনেকে লাঠিখেলা দেখাচ্ছিলেন। তখনই একটি লাঠি অপরগোষ্ঠীর এক কিশোরের গায়ে আঘাত করে। এর জেরেই সেই গোষ্ঠীর লোকেরা গাজনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ওদিকে এই ঘটনায় স্থানীয়রা ২ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
🍎পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘একটা ঘটনার খবর পেয়েছি। পুলিশ ২ জনকে ধরেছে। তবে ২ জনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। পুলিশে অভিযোগ করলে পুলিশ পদক্ষেপ করবে।’ পুলিশ সূত্রে খবর, কে বা কারা হামলা চালিয়েছে জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।