ܫ মুর্শিদাবাদ দাঙ্গা থেকে প্রাণ বাঁচাতে গঙ্গা পেরিয়ে বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছিলেন কয়েকশ হিন্দু। অভিযোগ ত্রাণ শিবির চালানোর নামে বন্দি করে রাখা হয়েছে দুর্গতদের। ওষুধ কিনতেও বেরোতে দেওয়া হচ্ছে না তাঁদের। এমনকী ওই ত্রাণ শিবিরে ঢুকতেও দেওয়া হচ্ছে না কাউকে।
𒈔পারলালপুর ত্রাণ শিবির ছেড়ে পুলিশ দুর্গতদের বাড়ি ফিরে যেতে চাপ দিচ্ছে বলে সোমবার অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার উঠল তার থেকেও ভয়ানক অভিযোগ। পারলালপুর স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের একাংশের দাবি, ত্রাণ শিবিরে কার্যত বন্দি করে রাখা হয়েছে তাঁদের। পুলিশ তাঁদের ত্রাণ শিবির থেকে কোথাও বেরোতে দিচ্ছে না। এমনকী বাবার জরুরি ওষুধ কিনতে বেরোতে দেওয়া হচ্ছে না ছেলেকে। বাইরের কাউকেও ত্রাণ শিবিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ত্রাণ শিবির থেকে বেরোতে গেলেই বাধা দিচ্ছে পুলিশ। জানতে চাইছে কেন বাইরে যেতে চান ওই ব্যক্তি। তার পর তাকে ত্রাণ শিবিরে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
♌এদিন পারলালপুর ত্রাণ শিবিরে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন। তাদের দাবি, ওষুধ কিনতেও বেরোতে দিচ্ছে না পুলিশ। ওদিকে ত্রাণ শিবিরের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, এখানে সবাইকে সাধ্যমতো ওষুধ দেওয়া হচ্ছে। যাদের ওষুধ হাসপাতালে নেই তাদের বাইরে থেকে কিনে দেওয়া হচ্ছে।