ভয়াবহ অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। মূলত সামসেরগঞ্জের কয়েকটি পকেটে ছড়িয়েছিল গণ্ডগোল। এছাড়⭕াও আরও কয়েকটি থানা এলাকায় 🐲ছড়িয়েছিল অশান্তি, হিংসা।
এবার সামসেরগঞ্জ ও সুতি থানার আইসিকে বদলি করা হল। এবার সামসেরগঞ্জের নতুন আইসি হচ্ছেন সুব্রত ঘোষ। তি🧸নি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সার্কেল ইনসেপেক্টর ছিলেন। তিনি এবার আসছেন জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জের আইসি হিসাবে। অন্যদিকে সুতি থানার আইসি হচ্ছেন সুপ্রিয় র﷽ঞ্জন মাঝি। তিনি পূর্ব বর্ধমান সদরের ট্রাফিক গার্ডের আইসি হিসাবে পোস্টিং ছিলেন।
প্রাথমিকভাবে মনে⭕ করা হচ্ছে মুর্শিদাবাদের ওই সমস্ত এলাকায় অশান্তির জেরে তাঁদেরকে সরানো হল অন্য়ত্র।
এদিকে মুর্শিদাবাদের হিংসার ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছিল। বার বার আক্রান্তরা অভিযোগ করেছিলেন পুলিশ একেবারেই পাশে থাকেনি। 🦂লুকিয়ে প꧑ড়েছিল। বিএসএফ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যেত। এরপরই নানা প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য় পুলিশকে। সেই সঙ্গেই গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন ওঠে। বিক্ষোভকারীদের আগাম ছক থাকলে, আগাম কোনও মতলব থাকলে তা কেন আগাম খবর পেল না পুলিশ? তবে কি গোয়েন্দা ব্যর্থতার জন্য পুলিশ আগাম প্রস্তুতি নিতে পারেনি? ইতিমধ্য়েই এনিয়ে খতিয়ে দেখছে রাজ্য পুলিশ। তবে এবার সুতি আর সামসেরগঞ্জের আইসির বদলি হল।