সিদ্ধ ডিমে সামান্য ফাটা দাগ। আর সেই ক্ষোভে আইসিডিএস꧒ সহায়িকার মুখে গরম ভাত ছুড়ে মারার অভিযোগ উঠল এক অভিভাবকের বিরুদ্ধে। ঘটনায় কানের মধ্যে গরম খাবার ঢুকে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সহায়িকা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয। দুদিন চিকিৎসার পর আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সহায়িকা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের ১ নম্বর শান্তিগড় কলোনি স্পোর্টিং ক্লাবে। আক্রান্ত সহায়িকা নাম মিঠু বিবি। ঘটনায় তিনি অভিযুক্ত অভিভাবকের বিরুদ্ধে থানার দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: 🍬কেন দেরিতে এসেছেন? সকলের সামনেই অঙ্গনওয়াড়ির দিদিমণিকে ধমক MLA অসিতের
🐈ঘটনাটি ঘটেছে সোমবার। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ভর্তি ছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সেন্টারটি চালান পৃথা গোস্বামী এবং সহায়িকা মিঠু বিবি। অভিযুক্ত অভিভাবক মিলন চক্রবর্তী এদিন সেন্টারে খাবার আনতে গিয়েছিলেন। এ দিনের খাবারের মেনুতে ছিল ভাত, আলু সিদ্ধ এবং ডিম সিদ্ধ। তবে মিঠুনকে যে ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল সেটি সামান্য ফাটা ছিল। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মিলন। ওই ডিম সিদ্ধান্ত নিতে অস্বীকার করেন। তখন মিলনকে কাঁচা ডিম দিতে চেয়েছিলেন মিঠু। কিন্তু, তাতে রাজি হননি মিলন। তিনি তখনই অন্য সিদ্ধ ডিম দিতে বলেন। তাই নিয়ে দুজনের মধ্যে বচসা বাঁধে । সেই সময় মিলন তার কাছে থাকা গরম ভাত ছুড়ে মারে মিঠুর মুখে।
ꦏমিঠু জানান, ভাত ছুড়তেই তিনি মুখ সরিয়ে নেন। সেই সময় তার কানের ভিতর বেশ কয়েকটি গরম ভাত ঢুকে যায়। তারপরে তীব্র যন্ত্রণা শুরু হয়। তখন অন্যান্য অভিভাবকরা ছুটে এসে তাকে সাহায্য করেন। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে দু দিন ভর্তি হওয়ার পর আজ বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এদিকে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মিলন বা তার পরিবারের কোনও সদস্য তার সঙ্গে দেখা করেনি বলেও অভিযোগ। যদিও অন্যান্য অভিভাবকরা হাসপাতালে তাকে দেখতে যান।
মিড ডে꧋ মিলের কর্মী সহায়িকাদের সংগঠনের জানিয়েছে, এনিয়ে প্রশাসনের উচ্চ স্তরে অভিযোগ জানানো হবে। ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবিও করেন। অভিযুক্ত মিলন অবশ্য দাবি করেছেন, তিনি পর্যাপ্ত খিচুড়ি এবং ভালো মানের ডিম পাননি।