কলকাতা শহরে গুড ফ্রাইডের দিনে অগ্নিকাণ্ডের ঘট🌌না ঘটল। ঘটনাস্থল আবার পার্ক স্ট্রিট। এখানের হোটেলের কুইন্স ম্যানসন বহুতলের একতলায় বিধ্বংসী আগুন লেগেছে বলে খবর। আ♛গুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এই বহুতলে একাধিক নামী সংস্থার আউটলেট রয়েছে। প্রাথমিক খবর, একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। তারপর তা ছড়িয়ে পড়ে। তবে এখনও নির্দিষ্ট কোনও তথ্য দমকল দিতে পারেনি।
এদিকে পার্ক স্ট্রিটের বহুতল কুইন্স ম্যানসনের পিছনে কোনও এক রান্নাঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। সেখানে বেশ কিছু দাহ্য 🦩বস্তু ছিল বলে জানা যাচ্ছে। দমকল যুদ্ধকালীন তপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষজন। আজ, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল। তারপরই ছুটে আসে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: মালদায় পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন, কথা শুরু ঘরছাড়াদের সঙ্গে
অন্যদিকে কেমন করে এই আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। তবে এখন দমকলের কাজ হয়ে উঠেছে যেভাবে হোক আগুন নিয়ন্ত্রণে আনা। পার্ক স্ট্রিটের এই এলাকায় সরকারি–বেসরকারি অফিস থেকে শুরু করে একাধিক রেস্তোরাঁ রয়েছে। তাই এই এলাকায় আগুন লাগায় সতর্ক দমকলও। আগুন যাতে আর নতুন করে ছড়িয়ে পড়তে না পা𝐆রে সেটা দেখছে দমকল কর্মীরা। এই আগুন ছুটির দিনে লাগায় জনগণের ভিড় এড়ানো গিয়েছে। তবে হতাহতের খবর এখন পর্যন্ত মেলেনি।
তাছাড়া আগুন নেভাতে দ্রুত দমকল আসায় এই পরিস্থিতির মোকাবিলা করা সহজ হয়েছে। দমকলের ইঞ্জিন বাড়াতে হতে পারে। কারণ আগুনের লেলিহান শিখা তপ্ত করে তুলেছে এলাকাকে। ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে কুইন্স ম্যানসনের একাংশ। তবে আগেও পার্ক স্ট্রিট এলাকায় বহুবার আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ১০ এপ্রিল কলকাতা হাইকোর্ট চত্বরে ‘টেম্পল চেম্বার’ নামের এক বহুতল ভবনে আগুন লেগেছিল। স্টিফেন কোর্টে আগুন লাগার পর থেকে পা💫র্ক স্ট্রিট যেন ফায়ার হা🍃ব হয়ে গিয়েছে বলে মনে করেন অনেকে।