আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় অতীত, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভඣীরের টার্গেট এখন থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যাওয়ায় চাপের প্রেসার কুকার থেকে বেরতে পেরেছেন গৌতি। কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাসকর সিরিজে ১✃-৩ ফলে হারের পরে ব্যাপক সমালোচনার মুখে পড়়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ। এছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে খারাপ পারফরমেন্সের জন্যেও গৌতিই পড়েছিলেন সমালোচকদের তোপের মুখে।
অভিনব উদ্যোগ গম্ভীরের
তাই ইংল্যানꦉ্ড সিরিজের আগে ভারতীয় দলের হেড কোচ এমন কাজ করতে চলেছেন যা এর আগে সাম্প্রতিক অতীতে কখনও দেখা যায় নি। ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে গৌতম গম্ভীর ভারতীয় দল সেদেশে যাওয়ার অনেক আগেই সেখানে পৌঁছে যাবেন। টাইম অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযা𝄹য়ী তিনি ঠিক করেছেন ভারতীয় এ দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন। প্রসঙ্গত ২০ জুন শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
ইংল্যান্ডে এ দলের সঙ্গে যাবেন গম্ভীর
জানা যাচ্ছে, ভারতীয় এ দলের কোনও স্থায়ী কোচ না থাকায় গৌতম গম্ভীর নিজেই ঠিক করেছেন সিনিয়র দলের পাশাপাশি ইংল্যান্ড সিরিজে এ দলের সঙ্গে যাবেন। তবে সেখানে তিনি অবজার্ভার হিসেবে যাবেন না অন্য কোনও ভূমিকায় দেখা যাবে গৌতিকে,তা এখনও জানা যায়নি। আসলে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই অনূর্ধ্ব ১৯ দল এবং এ দল সামলে থাকেন এনসিএর যিনি চিফ, বর্তমানে ভিভিএস লক্ষ্মণ। তব🍨ে বিদেশে সিরিজের ক্ষেত্রে আগে থেকে প্রস্তুতি যেমন দরকার, তেমন দলের সঙ্গে ওত💧প্রোতভাবে জড়িত কোচ থাকলেও ভালো হয়, তাই গম্ভীর যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
২ বছরের রোডম্যাপ তৈরিতে গম্ভীর
বিসিসিআইয়ের এক সূত্র জানাচ্ছেন, ‘গৌতম গম্ভীর ইতিমধ্যেই আগামী ২ বছরের রোডম্যাপ তৈরি শুরু করে দিয়েছে। এবছর থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, এরপর রয়েছে ২০২৬এ টি২০ বিশ্বকাপ, আর তারপর ২০২৭এ ওডিআই বিশ্বকাপ। অস্ট্রেলিয়া সিরিজ থেকে ফেরার পরই গৌতম গম্ভীর বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেন, জানান যে তিনি এ দলের সঙ্গে সফর করতে চান। দেখতে চান, ভারতের রিজার্ভ সাইডের শক্তি কতটা। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি গম্ভীরের পছন্দের কিছু ওয়াইল্ড কার্ড এন্ট্রি(বরুণ চক্রবর্তী) টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে, তাই আশা করা যেতেই পারে আ♈গামী দিনেও গম্ভীর এই ধꦍরণের রিসার্চ জারি রাখবেন’।
এ দলের ম্যাচ বাড়াতে চান গৌতি
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজের পরই গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ এবং অজিত আগরকর নজর দেওয়া ဣশুরু করেছে༒ন ভারতীয় এ দলে। যাতে প্রয়োজনে এ দল থেকেও মূল দলে ক্রিকেটার সাপ্লাই দেওয়া যায় দরকারে। বোর্ডের সেই সূত্র বলছে, ‘রাহুল দ্রাবিড় সিনিয়র দলের কোচ হওয়ার পর অনেকগুলো এ দলের সিরিজ হয়েছে, তবে অধিনকাংশই হয়েছে বড় দলের বিরুদ্ধে নামার আগে শ্যাডো টুর হিসেবে(প্রস্তুতি সিরিজ)। কিন্তু গম্ভীর মনে করেন এ দলের ম্যাচের সংখ্যা আরও বাড়ানো উচিত, তাই সবার আগে রাশটা নিজের হাতে নিতে চাইছেন তিনি ’।
রিজার্ভ বেঞ্চ তৈরি করতে চান গম্ভীর
রোহিত শর্মার টেস্টে খারাপ পারফরমেন্সꦓের মধ্যে অভিমন্যু ঈশ্বরণ, সরফরাজ খানদের ওপর তেমন ভরসা দেখায়নি দল। তাই এ সিরিজ হলে, সেক্ষেত্রে গম্ভীরের সামনেই নজর কাড়ার চেষ্টা করবেন করুণ নায়ার, সাই সুদর্শনের মতো ক্রিকেটাররা। এদিকে গৌতম গম্ভীর দুটি পৃথক দল তৈরি করে ফেলছেন টি২০ এবং ওডিআইয়ের জন্য। যেখানে কিছু ক্রিকেটারকে ওডিআই থেকে নেওয়া হলেও দুটির দলের মধ্যে ক্রিকেটারের সংখ্যা কমাতে চাইছেন তিনি। যাতে যে ফরম্যাটে যে ক্রিকেটাররা খেলবে, তাঁরা সেই ফরম্যাটেই মনোনিবেশ করতে পারে।
রোহিত-বিরাট নিয়ে চিন্তা
𝓰আরও একটা বিষয়ে অজিত আগরকর, গৌতম গম্ভীররা নিশ্চিত হতে চাইবেন তা হল রোহিত শর্মা ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান কিনা। তিনি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে দলকে জিতিয়ে বলে দিয়েছেন অবসরের কোনও পরিকল্পনাই নেই তাঁর। এদিকে নির্বাচক কমিটি চাইলেই তাঁকে বা বিরাটকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ দুই সিনিয়র ক্রিকেটারই দলকে সাফল্য দিচ্ছেন আইসিসি ইভেন্টে।