শনিবার রাতের আইপিএলের (IPL 2025🌌) মতোই পাকিস্তান সুপার লিগের (PSL) ম্যাচও হল হাইস্কোরিং। এক্ষেত্রে পিএসলের ম্যাচেও আইপিএলের মতোই ২৩০র বেশি রান চেজ করে জিতল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দল। মহম্মদ রিজওয়ানদের মুলতান সুলতানকে হারিয়ে দিল ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। ম্যাচে দুরন্ত খেলেন পাক অধিনায়ক। পাল্টা শতরান করেন ইংরেজ ব্যাটার জেমস ভিনসও।
দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে পেসাররাꦿ একটু সুবিধা পাচ্ছিল। তবে জেমস ভিনস খেলা ধরে নিতেই আর কিছুই করতে পারল না মুলতানের ডেভিড উইলে, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস জর্ডনরা। জেমস ভিনস এদিন ছিল যেন ধরা ছোঁয়ার বাইরে। ১০১ বলের মাথায় তিনি রান আউট না হয়ে গেলে এই ম্যাচ আরও আগেই জিতে নিতে পারত ডেভিড ওয়ার্নারের দল।
খুশদিল শাহের সঙ্গে ১৪২ রানের বিশাল পার্টনারশিপ🐻 তৈরি করেন ভিনস। ভিনসের দাপটে মাত্র ২ ওভার বোলিং করেই ডেভিড উইলি দেন ৪০ রান। করাচির অধিনায়ক ওয়ার্নার মাত্র ১২ বলেই ব্রেসওয়েলের বলে আউট হয়ে যেতে অনেকে ভেবেছিল, কাজটা কঠিন হয়ে যেতে পারে। তবে সেটা হতে দিলেন না জেমস ভিনস। বোলারদের নাভিশ্বাস ওঠার দিনে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের শতরানের আলো ঢেকে দিলেন ভিনশ।
করাচি টস জিতে এই ম্যাচে ব্যাটিং♛ করতে পাঠায় রিজওয়ানের মুলতান সুলতানকে। সেখানেই পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। বলার অপেক্ষা রাখে না, ৬৩ বলে শতরান কিন্তু খুব একটা ভালো পরিসংখ্যানও না এখনকার পিচে। মাইকেল ব্রেসওয়েল ১৭ বলে ৪৪ এবং কামরান গুলাম ১৯ বলে ৩৬ রান করে মুলতানকে পৌঁছে দেন ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রানে।
🎃জবাবে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকলেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় করাচি কিংস। ৪৩ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেন জেমস ভিনস, ইংরেজ এই ক্রিকেটারকে যোগ্য সংগত দেন খুশদিল শাহ। তিনি করেন ৩৬ বলে ৬০ রান। এদিকে করাচির টপ অর্ডারে ওয়ার্নার ব্যর্থ হলেও টিম সেইফার্ট ১৬ বলে ৩২ রান করেন। তাতই করাচির জয় নিশ্চিত হয়ে যায়।
꧒আগামী মঙ্গলবার ফের পাকিস্তান সুপার লিগে মাঠে নামছে ডেভিড ওয়ার্নারের দল, প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। অন্যদিকে বুধবার মহম্মদ রিজওয়ানের মুলতান সুলতানের ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে।