আগামী কয়েকদি꧃নের মধ্যেই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্র♔কাশিত হবে বলে জানা যাচ্ছে, যেখানে কিছু উল্লেখযোগ্য নাম অন্তর্ভুক্ত হতে পারে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, টিম ইন্ডিয়ার বেশিরভাগ তারকাই প্রত্যাশিতভাবে জাগয়া ধরে রাখবেন। তবে কয়েকজন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় যোগ্যতামান পূরণ না করা সত্ত্বেও তালিকায় জায়গা পেতে পারেন।
এই প্রতিভাবান তরুণদের তালিকায় নাম রয়েছে অভিষেক শর্মার। সানরাইজার্স হায়দরাবাদের এই বিস্ফোরক বাঁ-হাতি ব্যাটার সাম্প্রতিক সময়ে ধাཧরাবাহিকভাবে রান করেছেন তাই আবার ধ্বংসাত্মক মেজাজে। বিশেষ করে আইপিএলে অভিষেকের পারফর্ম্যান্স রীতিমতো চোখ ধাঁধানো। ২৪ বছর বয়সী অভিষেক ইতিমধ্যেই ১৭টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন, যার মধ্যে ১২টি ম্যাচ ছিল বিসি🀅সিআইয়ের দ্বারা নির্ধারিত সময়সীমার (অক্টোবর থেকে সেপ্টেম্বর) মধ্যে।
বোর্ডের স্ট্যান্ডার্ড নীতি অনুযায়ী, যে কোনও খেলোয়াড় যিনি ওই 🧜সময়ের মধ্যে কমপক্ষে ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ বা ৮টি ওয়ান ডে, অথবা ৩টি টেস্ট খেলেছেন, তিনি গ্রেড-সি'র চুক্তির জন্য যোগ্য। অভিষেক বোর্ডের কেন্দ্রীয় চুক্তির গ্রেড-সি'তে জায়গা পেতে যাচ্ছেন বলে খবর, যার বার্ষিক মূল্য ১ কোটি টাকা।
এই তালিকায় আরেকটি উঠতি নাম হল নীতীশ রেড্ডি। ২১ বছর বয়সী এই অন্ধ্রপ্রদেশের অলরাউন্ডার বিভিন্ন ফরম্যাটে প্রভাব ফেলেছেন। তিনি ৫টি টেস্ট এবং ৪টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। ৫টি টেস্ট ম্যাচই ছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠি🐻ত বর্ডার-গাভাসকর ট্রফির। লাল বলের দলে তাঁর উপস্থিতি নীতীশকে কেন্দ্রীয় চুক্তির জোরালো দাবিদার করে তুলেছে।
🌞আরও পꦡড়ুন:- সহস্রবুদ্ধের সঙ্গে তর্ক, মুনাফ প্যাটেলের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করলেন শক্তি সিং
হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী বোর্ডের চুক্তিতে জায়গা পেতে পারেন
কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানাকেও বিবেচনা করা হচ্ছে কেন্দ্রীয় চুক্তির জন্য। ২টি টেস্ট, ৫টি ওয়ান ডে এবং একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হর্ষিত বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়ার জন্য যোগ্যতামান পূর্ণ করছেন না। তা সত্ত্বেও সব ফরম্যাটে তাঁর সামগ্রিক ✱অভিজ্ঞতার নিরিখে কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা করে নিতে পারেন রানা।
বরুণ চক্রবর্তী আরেকটি নাম যিনি কেন্দ্রীয় চুক্তিতে ফিরে আসতে পারেন। বরুণ এখনও পর্যন্ত নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৪টি ওয়ান ডে👍 এবং ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যা🍸চ খেলেছেন। তারকা স্পিনার গত বছর দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে ফিরে আসেন এবং পরবর্তী সময়ে চমকপ্রদভাবে ভারতের ওয়ান ডে দলেও জায়গা করে নেন।
এদিকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা শ্রেয়স আইয়ারকে ফের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া উঁচু গ্রেডগুলিতে বড় ধরনের পরিবর্তন হওয়ার ꦬসম্ভাবনা কম। রোহিত, কোহলি, বুমরাহ ও জাদেজা তাঁদের সর্বোচ্চ এ-প্লাস গ্রেড ধরে রাখতে পারেন।