অভিজ্ঞ জোফ্রা আর্চারের সামনে ১৪ বছরের বৈভব সূর্যবংশী! রাজস্থান রয়্যালসের নেট সেশনে দুই ক্রিকেটারের জমজমাট লড়াই। সা🐷মনে এল সেই ভিডিয়ো। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম লেখানো ১৪ বছর বয়সি ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী-কে সম্প্রতি ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার-এর বিরুদ্ধে ব্যাট করতে দেখা গেল। এই মুহূর্তটি দেখা গেল রাজস্থান রয়্যালসের নেট সেশনের সময়ে। আসলে রবিবার বিরাটের বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের আগে, জয়পুরে অনুশীলনে নেমে ছিল রাজস্থান। সেই অনুশীলনেই এই লডা়ই দে⭕খা গেল।
রাজস্থান রয়্যালস তাদের অফিসিয়াল X (টুইটার) হ্যান্ডেলে এই মুখোমুখি হওয়ার একটি ভিডিয়ো পোস্ট করেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আর্চার তার গতির পাশাপাশি নিখুঁত লাইন ও লেন্থে বল করে বৈভবের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছিলেন। বৈভবও সাহসিকতার সঙ্গে সেই চ্যালেঞ্জের জবাব দিচ্ছিলেন। যথাস্থানে ডাকে যান, আবার সুযোগ পেলেই শট খেলতেও পিছপা হননি🐲 ১৪ বছরের বৈভব।
দেখুন সেই লড়াইয়ের ভিডিয়ো-
বৈভব এখনও পর্যন্ত কোনও আইপিএল ম্যাচ খেলেননি। অন্যদিকে,🌳 আর্চার এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন, যার গড় ৩৫.৪০, এবং সেরা বোলিং ফিগার ৩/২৫।
আরও পড়ুন … আমার PSL 2025🦄 অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল… কেন পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরছেন লিটন দাস?
গত বছরের আইপিএল মেগা নিলামে বৈভবকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এবং সকলের চোখ কাড়ে মাত্র ১৪ বছর বয়সে ১.১ কোটি টাকায় তার দলভুক্ত হওয়ার ঘটনা। ২০১১ সালের ২৭ মার্চ, বিহারে জন্ম নেওয়া বৈভব এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১২ বছর ২৮৪ দিনে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। একই বছরে চেন্নাইয়েไ অস্ট্রেꦬলিয়ার বিরুদ্ধে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি ম্যাচে মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে শিরোনামে উঠে আসেন বৈভব।
আরও পড়ুন … ধোনিদেꦍর হারিয়ে KKR-এর অভিনব সেলꦐিব্রেশন! পথ কুকুরদের খাওয়ার ব্যবস্থা করল Knight Club
বৈভবের টি-টোয়েন্টি অভিষেক ঘটে সৈয়দ মুস্ꦑতাক আলি ট্রফি ২০২৪-এ বিহারের হয়ে, যদিও একমাত্র ম্যাচে তিনি বড় রান করত💜ে পারেননি। তবে, তিনি ACC অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪-২৫-এ দুর্দান্ত পারফর্ম করেন—৫ ম্যাচে ১৭৬ রান করে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক হন। যার মধ্যে তার সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৭৬ রান।
আরও পড়ুন … এক মনে বিরিয়ানির দিকে♚ তাকিয়ে বাবর আজম! PSL 2025-♛এ খেলতে নামার আগেই বিতর্কে পেশোয়ার জালমির অধিনায়ক
রবিবার রাজস্থান রয়্যালস বনাম বনাম রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচটি সোয়াই মান সিংহ স𒈔্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি হবে রাজস্থান রয়্যালসের প্রধান হোম ভেন্যু সোয়াই মান সিংহ স্টেডিয়াম, জয়পুরে এবারের আইপিএলের তাদের প্রথম ম্যাচ। রাজস্থান রয়্যালস বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। পাঁচ ম্যাচে ২টি জয় ও ৩টি হারের সম্মুখীন হয়েছে তারা। তারা তাদের শেষ ম্যাচটি গুজরাট টাইটান্সের কাছে হেরেছিল, যেটি অনুষ্ঠিত হয়েছিল আমদাবাদে।
অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (💞RCB) রয়েছে চতুর্থ স্থানে, ৫ ম🔯্যাচে ৩টি জয় ও ২টি হারের পর তাদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। তারা তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে যায়, ম্যাচটি হয়েছিল বেঙ্গালুরুতেই।