পাকিস্তান সুপার লিগের নতুন মরশুম শুরুর দিনেই ঘোর বিপত্তি। বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন ক্রিকেটাররা। যদিও আন্তর্জাতিক ক্রি🃏কেটমহলে আতঙ্কের রেশ ছড়াতে বেশি সময় লাগেনি।
শুক্রবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় পিএসএল ২০২৫। তবে তার আগেই আগুন লেগে যায় ইসলামাবাদ🐬ের টিম হোটেলে। সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় সেরেনা হোটেল কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা যায়। এই হোটেলেই থাকার ব্যবস্থা হয়েছে পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া ক্রিকেটারদের। আগুন লাগার মুহূর্তে ক্রিকেটাররা হোটেলে উপস্থিত ছিলেন বলেও খবর।
জেলা প্রশ🧸াসনের তরফে জানানো হয় যে, সেরেনা হোটেলের 😼একেবারে উপর তলায় আগুন লাগে। সাত তলার আগুন নেভাতে তৎপরতার সঙ্গে কাজ শুরু করে ফায়ার ব্রিগেড। কর্তৃপক্ষের তরফে এও নিশ্চিত করা হয় যে, আগুন লাগার পিছনে জঙ্গি হামলা জাতীয় কোনও ঘটনা জড়িত নয়। ক্রিকেটার এবং টিম অফিসিয়াল-সহ সমস্ত গেস্টদের তড়িঘড়ি হোটেল থেকে বার করে নিয়ে আসা হয়। ঘটনায় কেউ কোনওভাবে আহত হননি বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:- ডেভিড ওয়ার্নাꦇর থেকে সিকন্দর রাজা, IPL নিলামে অবিক্রিত ক্রিকেটারদের ভিড় PSL 2025-এ
নিরাপত্তজনীত কারণে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছিল, যার জেরে যানজটও তৈরি 🌸হয়। পিএসএল সিইও সলমন নাসির Samma TV-কে বলেন, ‘কোনও খেলোয়াড় অথবা ফ্র্যাঞ্চাইজি বিন্দুমাত্র অসুবিধার মধ্যে পড়েনি। তড়িঘড়ি আগুন নিভিয়ে ফেলা হয়। হোটেলের ভিতরে আগুন ছড়িয়ে পড়েনি। ফায়ার ব্রিগেড অতি দ্রুত আগুন নিভিয়ে ফেলার কাজে লেগে পড়ে।’
সরকারি মতে, ৫০ জন ফায়ার ꦦফাইটার ও ফায়ার ব্রিগেডের ৬টি ইঞ্জিন ব্যবহার করা হয় আগুন নেভানো কাজে। আঘ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর।
আরও পড়ুন:- পতিদারের নেতৃত্বে কি না-খুশ কোহলি? কার্তিকের কাছে ক্ষোভ উগরে দেওয়ায় উঠছে প্রশꦇ্ন
পিএসএলের উদ্বোধনী ম্যাচ শুরু হয় যথা সময়ে
ইসলামাবাদের টি🧔ম হোটেলে আগুন লাগার কোনও প্রভাব পড়েনি পিএসএল ২০২৫-এর উদ্ব💖োধনী ম্যাচে। শুক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচে সম্মুখসমরে নামে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। ম্যাচ শুরু হয় যথা সময়ে। উদ্বোধনী ম্যাচে টস জেতেন ইসলামাবাদের ক্যাপ্টেন শাদব খান। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান শাহিন আফ্রিদির নেতৃত্বধীন লাহোরকে।
পাকিস্তান সুপার 🐓লিগের শুরুতেই অবশ্য হাই-স্কোরিং ম্যাচের সাক্ষী থাকা হয়নি ক্রিকেটপ্রেমীদের। কেননা শুর💝ুতে ব্যাট করতে নামা লাহোর নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। আবদুল্লা শফিক ছাড়া লাহোরের আর কোনও ব্যাটারই ইসলামাবাদের বোলারদের বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।