ঘন্ট🍨ার পর ঘন্টা লাইন দিয়েও দেখা পাওয়া যায়নি, ১৫০০ ডলার খরচ করেও অভিনেতার সঙ্গে ছবি তোলা যায়নি, এমন অনেক অভিযোগ উঠেছিল হৃতিক রোশন এবং অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে অভিনেতা কোনও কথা না বললেও এবার মুখ খুললেন আয়ℱোজকরা।
সম্প্রতি আমেরিকার টেক্সাস শহরেꦜ একটি ফ্যান মিট এন্ড গ্রিট ইভেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছিলেন অভিনেত্রী তথা গায়িকা সোফি চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। সবকিছুই ঠিক ছিꦏল কিন্তু এই ইভেন্ট নিয়ে একদমই না খুশ ভক্তরা।
আরও পড়ুন: শাহরুখের সিনেমা দেখে কেঁদে ভাসালেন আমেরিকান, ভিডিয়ো দেখে হে⛄সে খুন নে🙈টিজেনরা
আরও পড়ুন: ক্যানসারের চিকিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়🎀ুষ্মান পত্নী?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তরা জানিয়েছিলেন, ১.২ লক্ষ টাকা টিকিট কেটেও দর্শন পাওয়া যায়নি অভিনেতার। কয়েকজনের বক্তব্য অনুযায়ী, প্রচুর ঠান্ডা থাকা সত্ত্বেও বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল। ক🐓িন্তু তারপরেও একটা ছবি পর্যন্ত তুলতে দেওয়া হয়নি। অনেকে আবার এও দাবি করেছিলেন, অভিনেতার মুড নাকি সেদি🌜ন খুব খারাপ ছিল। বেশিক্ষণ থাকেননি তিনি।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আয়োজকরা। একটি বিবৃতি জারি করে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি জানান তাঁরা। বিবৃতিতে জারি করে বলা হয়, ‘বেনামি অ্যাকাউন্ট তৈরি করে অভিনেতার নামে অভিযোগ আনা হয়েছে। আমরা ꦕএখন𒁏ও পর্যন্ত হৃতিককে নিয়ে পাঁচটি শহরে অনুষ্ঠানের আয়োজন করেছি, কোথাও কোনও অব্যবস্থা লক্ষ্য করা যায়নি।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘প্রত্যেকটি অনুষ্ঠানে অভিনেতার সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে এবং ১৫০ থেকꦍে ২০০টি ছবি তোলা হয়েছে। অভিনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় থেকে আরম্ভ করে কথা বলা সব কিছুই করেছেন ভক্তরা। এটি প্রথম রঙ্গোৎসব যেখানে ৫০০০০ দর্শক উপস্থিত ছিলেন।’
আরও পড়ুন: 'একমাত্র বোকারাই...', ‘টয়ꦗলেট’ কটাক্ষে নাম না করে জয়াকে বিঁধলেন অক্ষয়?
আরও পড়ুন: মায়ের কোলে বসে দুই বিখ্যাত নায়িকা, একজন আবার মিস ইন্ড💎িয়া, চিনতে পারছেন এঁদের?
প্রসঙ্গত, আমেরিকায় যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে সেটি পরিচালনা করেছে থ্রিসিক্সটি শো। আয়োজকদের অফিসিয়াল ওয়েবসাইটে অনুষ্ঠানের বিবরণ দꦦিয়ে লেখা রয়েছে, ‘আটলান্টায় সব থেকে আকর্ষণীয় হোলি উৎসবের জন্য প্রস্তুত থাকুন। স্থানীয় গায়ক, ডিজে, নৃত্যশিল্পী, মডেল এবং অভিনেতাদের উপস্থিতিতে ৬ ঘন্টার একটি অনুষ্ঠান সম্পন্ন হবে।’
ওয়েবসাইটে আরও লেখা আছে, ‘অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের꧅ সঙ্গে দেখা করা। এই সুযোগ একদম ছাড়বেন না। আপনার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার এবং ছবি তোলার সুযোগ শুধুমাত্র পাবেন এই অনুষ্ঠানেই।’