ভারতীয় টিভির দু𝓀নিয়ায় তাঁর অবদান অনস্বীকার্য, সেই মঞ্জুল সিনহা এদিন শেষ নি♓ঃশ্বাস ত্যাগ করলেন। গোয়ায় থাকাকালীন গুরুতর হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টিভি, বিজ্ঞাপনের দুনিয়ায়।
মঞ্জুল সিনহা ইয়ে জো হ্যায় জিন্দেগি নামক সিরিয়ালের জন্য দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর গল্প বলার ধরন, পরিচালনা দর্শকদের মনে ছাপ ফেলতো ভীষণ রকম। ভারতীয় টিভির দুনিয়ার শুরুর দিনগুলোয় তাঁর কাজ দীর্ঘ সময়ের জন্য ছাপ ফেলেছিল। একাধ🐓িক হিট সিরিয়াল উপহার দিয়েছেন তিনি ভারতীয় টিভি জগতকে।
এদিন তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রযোজক অশোক পণ্ডিত। অশোক পণ্ডিত মঞ্জুল সিনহার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি শোকপ্রকাশ করে এদিন লেখেন, 'মঞ্জুল সিনহা জি যিনি টিসু দুনিয়ার জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক ছিলেন তিনি গতকাল প্রয়াত হয়েছেন। উনি ওঁর পরিবারের সঙ্গে গোয়ায় ছিলেন। সেখানেই তাঁর হার্ট অ্যাটাক হয়, আর তাতেই মৃত্যু ঘটে তাঁর। FTII এর ছꦕাত্র ছিলেন মঞ্জুল সিনহা জি। ভারতের অন্যতম বড় এবং জনপ্রিয় কমেডি শো পরিচালনা করতেন তিনি এবং কুন্দন শাহ। সেই শো ছিল ইয়ে জো হ্যায় জিন্দেগি। এছাড়া মুম্বই মেরি জান নামক একটি শো সহ একাধিক সিরিয়াল করেছিলেন তিনি। আমার সৌভাগ্য হয়েছিল ওঁর সঙ্গে কাজ করার। আমি ওঁর সঙ্গে ওঁর সহকারী হি𒈔সেবে কাজ করেছি বিভিন্ন শো এবং বিজ্ঞাপনে।'
তিনি এদিন আরও জানান যে মঞ্জুল সিনহার সহকারী ছিলেন তিনি ১০ বছরের জন্য। জানিয়েছেন প্রয়াত পরিচাল♊ক দারুণ নিয়মানুবর্তিতা মেনে চলতেন, কঠোর পরিশ্রমী ছিলেন।
আরও পড়ুন: ফুল-আলোয় সেজে উঠেছে আলিবাগের বাড়ি! কবে গৃহপ্রবেশ সারছেন বির💫াট-অনুষ্কা🌳?
অশোক পণ্ডিত এদিন মঞ্জুল সিনহার পরিবারের উদ্দেশ্যে সমবে𒈔দনা জানিয়েছেন। মঞ্জুল সিনহার পরিবারে স্ত্রী বিনীতা, ছেলে করণ এবং൩ মেয়ে সিমন আছেন। তাঁর দুই সন্তানই বর্তমানে বিবাহিত। স্বাভাবিক ভাবেই তাঁর প্রয়াণে তাঁর গোটা পরিবার ভেঙে পড়েছে।