🌠 পাকিস্তানের জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হলেন তাঁর ৩ বোন এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-র বেশ কয়েকজন সিনিয়র নেতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তানে। অবশ্য আটক করার কিছুক্ষণ পরই তাঁদের ছেড়ে দিয়েছে পাক পুলিশ।
ও২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন পিটিআই-এর প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। একাধিক রিপোর্ট অনুযায়ী, তাঁর পরিবারের সদস্যরা এবং আইনি দলের সদস্যরা প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার দেখা করতে পারে।
🐎বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তাঁর সঙ্গে দেখা করতে আদিয়ালা জেলে হাজির হন ৩ বোন আলিমা খান, উজমা খান এবং নওরিন খান এবং দলের বেশ কয়েকজন নেতা। কিন্তু অভিযোগ, তাঁদেরকে জেলে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছিল না পুলিশ। যা নিয়ে পুলিশ চেকপয়েন্টে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি উত্তপ্ত হতেই ইমরানের তিন বোন এবং পঞ্জাব বিধানসভার বিরোধী নেতা আহমেদ খান ভাচার, সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি) প্রধান সাহেবজাদা হামিদ রাজা এবং ভাই কাসিম খানকে আটক করে পুলিশ। এরপর তাঁদেরকে কোনও অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পুলিশ কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে তাঁদের একটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান। অবশ্য এর কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।
♔অন্যদিকে, পিটিআই নেতারা আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে জানিয়েছেন, এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে জনসাধারণ আরও প্রতিক্রিয়া দেখাবে। এর আগেও গত সপ্তাহে আদিয়ালা জেলের বাইরে পিটিআই কর্মী এবং পুলিশ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। এদিকে সরকার ইমরান খান এবং তাঁর আইনজীবী বা রাজনৈতিক সহযোগীদের মধ্যে বৈঠকের উপর কোনও বিধিনিষেধ আরোপের কথা অস্বীকার করেছে।
𒈔প্রসঙ্গত,২০২৩ সালে অগস্টে ইমরানকে গ্রেফতার করে পাক সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং আর্থিক নয়ছয়ের একাধিক মামলা রয়েছে। জেলবন্দি থাকার ফলে কোনওভাবেই নির্বাচনে যোগ দিতে পারবেন না ১৯৯২ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক।