‘বরুণের সঙ্গে আমার জুটি হলে ব্যাটাররা বিপদে পড়বেই’! সাফ কথা নারিনের, গম্ভীরের প্রশংসা করে দিলেন ব্র্যাভোকেও সার্টিফিকেট
Updated: 20 Mar 2025, 12:00 PM ISTএবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করতে চলেছে স্পিন জুটি সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর ওপর। দুই মিস্ট্রি স্পিনার যদি নিজেদের রহস্য এবারেও ধরে রাখতে পারে, তাহলে নিঃসন্দেহে নাইটদের বিজয়রথ যে দৌড়াবে সেকথা হলফ করেই বলা যায়। আর সে ব্যাপারে আশাবাদী স্বয়ং নারিনই।
পরবর্তী ফটো গ্যালারি