✤ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির পর চেন্নাই সুপার কিংস (সিএসকে) দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? এই প্রশ্ন নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে জল্পনা শুরু হয়েছে। এবার এই বিষয়ে বড় ঘোষণা করলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন খেলোয়াড় অম্বাতি রায়াডু। আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরে কে হবে সিএসকের নেতা? এই প্রশ্ন থেকে এবার পর্দা তুললেন তিনি। ধোনি পরের মরশুমে আইপিএল খেলবেন কি না, সে বিষয়ে এখনও কিছুই ঠিক হয়নি। অন্যদিকে ভক্তরা অঙ্ক কষা শুরু করছেন, কার হাতে উঠতে পারে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব? অনকেই মনে করেন হয়তো বেন স্টোকসের হােই যেতে পারে হলুদ আর্মিদের নেতৃত্ব। অনেকে আবার মনে করেন হয়তো জাদেজাকেই দলের ক্যাপ্টেন করে ফিরিয়ে আনা হবে। এবার এই সব জল্পনা থেকে পর্দা তুলে দিলেন অম্বাতি রায়াডু।
♊অম্বাতি রায়াডুর মতে, ধোনির বিদায়ের পরে, অর্থাৎ মাহির পরবর্তীতে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব কে পাবেন তা নিয়ে দৌড় চলছে। তবে এই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন দলের ওপেনার ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড়। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে অন্তর্ভুক্ত হওয়ার পর, রুতুরাজকে চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২৩-এর জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও নিযুক্ত করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র দলের অধিনায়কত্ব ছাড়াও, রুতুরাজ গায়কোয়াড় মহারাষ্ট্র প্রিমিয়ার লিগের (এমপিএল) প্রথম মরশুমে পুনেরি বাপ্পা দলের নেতৃত্বও দিয়েছিলেন।
ജআইপিএলের ১৬ তম মরশুমে রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে ৫০০ এর বেশি রান দেখা গিয়েছিল। অম্বাতি রায়াডু বিহাইন্ডউডসটিভির ইউটিউব চ্যানেলে একটি বিবৃতিতে বলেছেন যে এক দশকেরও বেশি সময় ধরে চেন্নাই দলের অধিনায়কত্ব করার দুর্দান্ত সুযোগ রয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের কাছে। ধোনি তাঁকে আরও ভালোভাবে প্রস্তুত করেছেন। ভারতীয় দলও তাঁকে পুরোপুরি কাজে লাগাবে, সে এমন একজন খেলোয়াড় যে তিন ফর্ম্যাটেই খেলতে পারে।
ღরুতুরাজ গায়কোয়াড় এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এতে তিনি একমাত্র ওয়ানডেতে মাত্র ১৯ রান করতে সক্ষম হয়েছেন। একই সময়ে, তিনি ৯ টি-টোয়েন্টিতে ১৬.৮৮ গড়ে ১৩৫ রান করেছেন। যার মধ্যে ১টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০২০ আইপিএল মরশুমে তাঁর অভিষেক হওয়ার পর থেকে, রুতুরাজ গায়কোয়াড় ৫২ ম্যাচে ৩৯.০৭ গড়ে ১৭৯৭ রান করেছেন। এর মধ্যে ১টি সেঞ্চুরি এবং ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।