বাংলা নিউজ > বিষয় > Thakurpukur
Thakurpukur
সেরা খবর
সেরা ভিডিয়ো

মৃতের পরিবারের দাবি, পুলিশ এখানে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করলেও এটা ইচ্ছাকৃত খুন। FIR-এর কপিতে রয়েছে গাড়িটি ব্রেক ফেল করেছিল। পরিবারের দাবি, গাড়িটি ♛দাঁড়িয়েছিল, পরে স্পিড বাড়িয়ে ধাক্কা মারা হয়। এমনকি গাড়ির মধ্যে ৭ খানা মদের বোতল, গাঁজার কলকে পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। যদিও FIR-এর কপিতে বাজেয়াপ্ত দ্রব্যের উল্লেখ ছিল না। পরিবারের আরও দাবি, আমিনুর রহমান যখন দুর্ঘটনায় আহত হন, তখন পুলিশ তরফ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। কোনও অ্যাম্বুলেন্সও দেওয়া হয়নি। বিভিন্ন হাসপাতাল ঘুরে জায়গা না পেয়ে পথেই মৃত্যু হয় আমিনুরের। তাঁর পরিবারের সদস্যরা পুলিশের অসহযোগিতার অভিযোগ করেছেন এবং দোষীদের শাস্তির দাবি করেছেন।