বাংলা 🍌নববর্ষ শুরুর সঙ্গে-সঙ্গেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল। গতবারের থেকে এবার কিছুটা আগেই পড়েছে দুর্গাপুজো। আশ্বিন 🃏মাসের দ্বিতীয় সপ্তাহেই (ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর ও অক্টোবর) দুর্গাপুজো পড়েছে। পঞ্জিকা অনুযায়ী, এবার মহালয়া পড়েছে ৪ আশ্বিন (২১ সেপ্টেম্বর)। সেইসঙ্গে কবে দুর্গাপুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পড়েছে, তা দেখে নিন। রইল সন্ধিপুজোর সময়। আর জেনে নিন যে এবার দেবী দুর্গার কীসে আগমন হবে এবং গমন হবে।
পঞ্চমী তিথি
১) ১০ আশ্বিন, ২৭ সেপ্টেম্বর।
২) সকাল ৮ টা ৪৯ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে।
৩) সায়ংকালে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন।
দুর্গাপুজোর ষষ্ঠী
১) ১১ আশ্বিন, ২৮ সেপ্টেম্বর।
২) ষষ্ঠী তিথি থাকবে সকলা ১০ টা ৪৩ মিনিট পর্যন্ত।
৩) শ্রীশ্রীদুর্গাষষ্ঠী। পূর্বাহ্নের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিᩚᩚᩚᩚᩚᩚᩚ🔯ᩚᩚ𒀱ᩚᩚᩚকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
দুর্গাপুজোর সপ্তমীর নির্ঘণ্ট
১) ১২ আশ্বিন, ২৯ সেপ্টেম্বর।
২) বেলা ১২ টা ২৮ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকবে।
৩) শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা। পূর্বাহ্ণের মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে (কিন্তু কালবেলানুরোধে সকাল ৭ টার মধ্যে পুনরায় সকাল ৮ টা ২৯ ম⭕িনিটের মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্♐রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।
৪) দেবীর গজে আগমন। ফল- শস্যপূর্ণা বসুন্ধরা। রাত ১১ টা ৪ মিনিট গতে রাত ১১ টা ৫২ মিনিটের মধ্যে শ্রীশ্রীদ⛄ুর্গাদেবীর অর্থরাত্রবি🐠হিত পূজা।
দুর্গাপুজোর অষ্টমীর নির্ঘণ্ট
১) ১৩ আশ্বিন, ৩০ সেপ্টেম্বর।
২) দুপুর ১ টা ৪৫ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকবে।
৩) পূর্বাহ্ণের মধ্যে (কিন্তু কালবেলানুরোধে সকাল🌸 ৭ টার মধ্যে পুনরায়♑ সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে) শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে'ন বহু সম্মতঃ)। পূর্বাহ্নের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস।
দুর্গাপুজোর নবমীর নির্ঘণ্ট
১) ১৪ আশ্বিন, ১ অক্টোবর।
২) দুপুর ২ টো ৩৬ মিনিট পর্যন্ত নবমী তিথি থাকবে।
৩) পূর্বাহ্নের ম꧋ধ্যে কিন্তু কালবেলানুরোধে সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেꦕবীর কেবল মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন (অক্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)। পূর্বাহ্নের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ।
বিজয়া দশমীর নির্ঘণ্ট
১) ১৫ আশ্বিন, ২ অক্টোবর।
২) দুপুর ২ টো ৫৬ মিনিটের মধ্যে দশমী থাকবে।
৩) পূর্বাহ্নের মধ্যে দ্ব্যাতক-চরলগ্নে ও চরণবাংশে, শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপ🥂নান্তে বিসর্জন প্রশস্তা।
৪🧔) দেবীর দোলায় গমন। ফল- মড়ক। কলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা। বিজয়াদশমীকৃত্য।
আরও পড়ুন: কালীঘাট থেকে তারাপীঠ, নববর্ষের প্রথম দিনে মন্দিরে মন্দিরে ভক্তের ঢল, দেখ𝓡ুন ছবিতে
দুর্গাপুজোর সন্ধিপুজোর সময়
১) ১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) দুপুর ১ টা ২১ মিনিট থেকে দুপুর ২ 𓆏টো ৯ মিনিটের মধ্যে সন্ধিপুজো।
২) দুপুর ১ টা ২১ মিনিট⛦ সন্ধিপূজারম্ভ। দুপুর ১ টা ৪৫ মিনি🌼টে বলিদান। দুপুর ২ টো ৯ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন।
তথ্যসূত্র: বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা, ১৮৩২ সন।