ꦡ মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুরে ভারত - বাংলাদেশ সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। একই সঙ্গে ভারতীয়দের লাগাতার প্ররোচনা দিয়ে চলেছে তারা। অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে ঢুকে লুঠপাট ও অত্যাচার চালাচ্ছে বাংলাদেশি দস্যুরা। বাংলাদেশি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন শুকদেবপুর গ্রামের বাসিন্দারা। তারা জানিয়েছেন, লুঠপাট করতে ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশি দস্যুদের থেকে তোলা আদায় করছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রতিবার ভারতে ঢুকতে গেলে বিজিবির সদস্যদের পকেটে গুঁজে দিতে হচ্ছে টাকা।
🧔সীমান্তবর্তী শুকদেবপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ, চোরাচালান ও লুঠপাট জারি রাখতেই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে বিজিবি। যদিও সেখানে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার অধিকার রয়েছে ইতিমধ্যে স্বীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। গ্রামবাসীদের অভিযোগ, অরক্ষিত সীমান্ত দিয়ে গ্রামে ঢুকে রাতে লুঠপাট চালাচ্ছে বাংলাদেশি দস্যুরা। হাঁস, মুরগি, ছাগল এমনকী গরু নিয়ে চলে যাচ্ছে তারা। কেটে নিয়ে যাচ্ছে পাকা ফসল।
ꦑগ্রামবাসীদের দাবি, লুঠপাটের জন্য ভারতে অনুপ্রবেশ করতে বিজিবিকে তোলা দিতে হচ্ছে বাংলাদেশি দস্যুদের। কখনও ৫০, কখনও ১০০ টাকা নিয়ে তবে বাংলাদেশি দস্যুদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে বাংলাদেশি সীমান্তরক্ষীরা।
♔শুকদেবপুরের বাসিন্দারা জানিয়েছেন, আমাদের গ্রামে বাংলাদেশি দস্যুরা চরম অত্যাচার করছে। কিন্তু আমরাও তৈরি আছি। এবার বর্ডার পার করলে আর ফেরত যাবে না। বাংলাদেশ সরকারের আর বিজিবিকে মাইনে দেওয়ার ক্ষমতা নেই। তাই লুঠেরাদের কাছ থেকে টাকা তুলছে তারা।
💎গ্রামবাসীদের আশঙ্কা একেবারে অমূলক বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, শনিবারই এক রিপোর্টে বাংলাদেশের অর্থনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক। যার ফলে বাংলাদেশ সরকার কতদিন আর সরকারি কর্মীদের বেতন দিতে পারবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। সেকথা ভেবেই হয়তো আগাম ব্যবস্থা করছেন বিজিবির সদস্যরা।