রাজ্য রাজনীতিতে ঝড় তুলে বৈশাখের সন্ধ্যায় বিয়ে করে ফেলেছেন দিলীপ ঘোষ। বিয়েতে না থাকলেও তার আগে সকালে দিলীপ ঘোষের ফ্ল্যাটে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বিজেপির তাবড় নেতারা। সঙ্গে নিয়ে গিয়েছিলেন দলের তরফ থেকে উপহার। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় পর্যন্ত দিলীপ ঘোষকে উপহার পাঠান বিয়ে উপলক্ষে। তবে প্রাক্তন রাজ্য সভাপতির বিয়ে নিয়ে কোনও বাক্য ব্যয় করেননি শুভেন্দু অধিকারী। এই নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের 'কাটকাট জবাব' দিলেন বিরোধী দলনেতা। (আরও পড়ুন: বিয়ে করার পরদিন মর্নিংওয়াকে দিলীপ, ঘাম ঝরানোর সাথꦺে সাথে ক🤪রলেন 'ক্যালোরি ইনটেক')
আরও পড়ুন: 'যৌন নিপীড়নও হয়েছে', ঘরছ♚াড়াদের মুখে ওয়াকফ হিংসার কথা শুনে বিস্ফোরক NCW
দিলীপ ঘোষের বিয়ের বিষয়ে শুভেন্দু বলেন, 'এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার কিছু বলতে চাই না। তবে পার্টির তরফ থেকে তো জানিয়েছে, আমিও তো পার্টির একজন।' এর থেকে একটা কথা বেশি বলেননি শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর থেকেই তাঁর সঙ্গে দিলীপের 'মধুর সম্পর্ক' নিয়ে বেশ গুঞ্জন শোনা গিয়েছে দলের অন্দরেই। যদিও প্রথম দিকে নিজেকে 'বালু মাটির' আর দিলীপকে 'লাল মাটির' মানুষ বলে জুটি বাঁধার বার্তা দিয়েছিলেন শুভেন্দু। তবে ধীরে ধীরে সেই সব কেমিস্ট্রি বাষ্প হয়ে উবে যায়। তবে সম্প্রতি বিধানসভায় আবার দিলীপ এবং শুভেন্দুকে এক ফ্রেমে দেখা গিয়েছিল। তবে বিয়ের দিন সকালে দলের তরফ থেকে শুভেন্দু আর যাননি দিলীপের বাড়িতে। (আরও পড়ুন: গতকালই বিয়েতে মুখ্যমন্ত্রীর উপহার পেয়♍েছিলেন♔, আর আজ সেই মমতাকেই তুলোধনা দিলীপের)
আরও পড়ুন: ঘুরে দাঁড়াতে শেখানো সৌরভ꧅ গঙ্গোপাধ্যায় এবার 'পিছু হটলেন', করলেন বড় ജমন্তব্য
বঙ্গরাজনীতির এখন সবথেকে চর্চিত বিষয় হল দিলীপ ঘোষের বিয়ে। এদিকে দল এবং আরএসএসের তরফ থেকে অনেকেই দিলী𒉰প ঘোষকে বিয়ে করতে বারণ করা হয়েছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল। এই আবহে এক রাজনীতিবিদের ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হয়েছিল 'বিতর্ক'। তবে সেই বিতর্কে জল ঢালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে দলের অন্দরে এবং রাজনৈতিক মহলে অনেকেই প্রশ্ন ছিল, আরএসএসের প্রচারক হয়ে দিলীপ কীভবে বিয়ে করছেন? তবে এই বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট ভাষায় জবাব দিলেন সুকান্ত। জানিয়ে দিলেন সঙ্ঘ থেকে বিজেপিতে আসার পর দিলীপ ঘোষ প্রচারক পদ থেকে নিষ্কৃতি পেয়েছিলেন। সুকান্ত এই আবহে লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে বেশ কয়েকজনের উদাহরণ তুলে ধরেন, যারা সঙ্ঘ প্রচারক থাকার পরে বিয়ে করেছিলেন।
এদিকে এত বয়সে দিলীপের বিয়ে করা নিয়ে প্রশ্ন করা হলে প্রিয়রঞ্জন দাস মুন্সি সহ একাধিক রাজনীতিক ব্যক্তিত্বের নাম তুলে ধরেন সুকান্ত। এদিকে দিলীপ বিয়ে করায় তাঁর মা খুব খুশি বলে জা🤪নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এরই সঙ্গে সুকান্ত জানান, আজ আইনি এবং বৈদিক মতে বিয়ে হবে দিলীপ ঘোষের। শুধুমাত্র ঘনিষ্ঠরাই বিয়েতে আমন্ত্রিত। উল্লেখ্য, ষাটোর্ধ্ব দিলীপ ঘোষের আজ বিয়ে ৫১ বছর বয়সি রিঙ্কু মজুমদারের সঙ্গে। এই নিয়ে বঙ্গ রাজনৈতিক মহলে তুমুল হইচই। রিঙ্কু নিউটাউনের বিজেপি মহিলা মোর্চার নেত্রী। দিলীপই নাকি রিঙ্কুকে বিজেপির মহিলা মোর্চায় নিয়ে এসেছিলেন।