🥂 IPL 2025 Latest Updated Points Table: আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলে লম্বা জাম্প দিল পঞ্জাব কিংস। চার নম্বর থেকে দুই নম্বরে উঠে এল শ্রেয়স আইয়ারের দল। আইপিএল ২০২৫-এর ৩৪তম ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্সকে পাঁচ উইকেটে হারাল পঞ্জাব। এদিনের জয়ের ফলে পয়েন্ট টেবিলে গুজরাট টাইটান্সকে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পিছনে ঠেলে দিল কিংসরা। চার থেকে একেবারে দুই নম্বরে উঠে এল তারা। এদিনের ম্যাচের পরে পঞ্জাব কিংসের পকেটে রয়েছে সাত ম্যাচে ১০ পয়েন্ট।
༺অন্যদিকে এদিনের ম্যাচে হারের ফলে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বর থেকে চার নম্বরে নেমে গেল বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এদিনের ম্যাচের ফল আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলকেই নাড়িয়ে দিয়েছে। দেখে নিন সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান।
আরও পড়ুন … ♉ব্যাট হাতে IPL-এ নজির গড়লেন RCB ক্যাপ্টেন রজত পতিদার! সচিন তেন্ডুলকরের রেকর্ডকে পিছনে ফেললেন
আইপিএল ২০২৫-এর সর্বশেষ পয়েন্ট টেবল:
🐎১) দিল্লি ক্যাপিটালস- ৬ ম্যাচে ৫টি জয়, ১টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট +০.৭৪৪)
𓄧৩) পঞ্জাব কিংস- ৭ ম্যাচে ৫টি জয়, ২টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট +০.৩০৮)
🍨২) গুজরাট টাইটান্স- ৬ ম্যাচে ৪টি জয়, ২টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +১.০৮১)
ꦆ৪) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৭ ম্যাচে ৪টি জয়, ৩টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৪৪৬)
💙৫) লখনউ সুপার জায়ান্টস- ৭ ম্যাচে ৪টি জয়, ৩টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.০৮৬)
আরও পড়ুন … 🎃PCB চেয়ারম্যান হতে হলে রাজনীতির যোগ থাকতেই হবে! পাকিস্তান ক্রিকেট নিয়ে আফ্রিদি-হাফিজের বিস্ফোরক মন্তব্য
꧅৬) কলকাতা নাইট রাইডার্স- ৭ ম্যাচে ৩টি জয়, ৪টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.৫৪৭)
🐟৭) মুম্বই ইন্ডিয়ান্স- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.১০৪)
ꦅ৮) রাজস্থান রয়্যালস- ৭ ম্যাচে ২টি জয়, ৫টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.৭১৪)
💮৯) সানরাইজার্স হায়দরাবাদ- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২৪৫)
🌸১০) চেন্নাই সুপার কিংস- ৭ ম্যাচে ২টি জয়, ৫টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২৭৬)
আরও পড়ুন … ▨সঞ্জুর সঙ্গে কি দ্রাবিড়ের ঝামেলা শুরু হয়েছে? অবশেষে মুখ খুললেন RR-র কোচ
ম্যাচটি কেমন হয়েছিল-
💃এদিনের ম্যাচের কথা বললে, বৃষ্টির কারণে ম্য়াচটি ১৪ ওভারের হয়। এদিনের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৫০ রান করেন টিম ডেভিড। জবাবে ১২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব কিংস। ১৯ বলে ৩৩ রান করে পঞ্জাবের জয়কে নিশ্চিত করেন নেহাল ওয়াধেরা।